শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
পুরী
ওড়িশা রাজ্যের একটি শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
পুরী (ওড়িয়া: ପୁରୀ ଜିଲ୍ଲା; ওড়িয়া: [ˈpuɾi] () হলো )ভারতের ওড়িশা রাজ্যের পুরী জেলার একটি শহর ও পৌরসভা এলাকা। এই শহর পুরী জেলার সদর শহর এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। রাজধানী ভুবনেশ্বর থেকে ৬০ কিমি দূরে অবস্থিত। পুরী হিন্দুদের চারধামের অন্যতম একটি ধাম হিসেবে বিখ্যাত।
প্রাচীনকালে পুরী শ্রীক্ষেত্র এবং নীলাচল নামে পরিচিত ছিল। এই শহরে হিন্দুদের অনেক মন্দির ও মঠ আছে।
এই শহরের ৮০% অর্থনীতি জগন্নাথ মন্দিরের ধর্মীয় গুরুত্বতার উপর নির্ভর করে। প্রতি বছর রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসে।
Remove ads
ভৌগোলিক উপাত্ত

শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ১৯.৮° উত্তর ৮৫.৮৫° পূর্ব।[১] সমুদ্র সমতল হতে এর গড় উচ্চতা হল ০.১ মিটার (০.৩৩ ফুট)।
জনসংখ্যার উপাত্ত
ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুসারে পুরী শহরের জনসংখ্যা হল ২,০০৫৬৪ জন।[২] এর মধ্যে পুরুষ ১,০৪,০৮৬ এবং নারী ৯৬,৪৭৮। লিঙ্গ অনুপাত ৯২৭।
এখানে সাক্ষর মানুষের সংখ্যা ১,৬০,৩০১। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৯১.৩৮% এবং নারীদের মধ্যে এই হার ৮৪.৪৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে পুরী এর সাক্ষরতার হার বেশি।
দর্শনীয় স্থান
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads