অশনি সংকেত

১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত বাংলা চলচ্চিত্র / From Wikipedia, the free encyclopedia

অশনি সংকেত হল ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র। বিশিষ্ট ভারতীয় চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই ছায়াছবিটি পরিচালনা করেন। ছায়াছবিটি নির্মিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একই নামের একটি উপন্যাস অবলম্বনে।[1] অশনি সংকেত সত্যজিৎ রায় পরিচালিত প্রথম রঙিন ছায়াছবি। ছায়াছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন বিশিষ্ট ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও বাংলাদেশী অভিনেত্রী ববিতা। অন্যান্য ভূমিকায় অভিনয় করেন সন্ধ্যা রায়, চিত্রা বন্দ্যোপাধ্যায়, পরিতোষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নাট্যাভিনেতা মৃত্যুঞ্জয় শীল অভিনীত প্রথম ছায়াছবিও এটি।[2]

Quick facts: অশনি সংকেত, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, ...
অশনি সংকেত
%E0%A6%85%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BF_%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4_%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%A6_%28%E0%A7%A7%E0%A7%AF%E0%A7%AD%E0%A7%A9%29.jpg
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকসত্যজিৎ রায়
প্রযোজকশ্রাবণী ভট্টাচার্য
চিত্রনাট্যকারসত্যজিৎ রায়
উৎসবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কর্তৃক 
অশনি সংকেত (উপন্যাস)
শ্রেষ্ঠাংশে
সুরকারসত্যজিৎ রায়
চিত্রগ্রাহকসৌমেন্দু রায়
সম্পাদকদুলাল দত্ত
প্রযোজনা
কোম্পানি
বলাকা মুভিস্
পরিবেশকনন্দা ভট্টাচার্য
মুক্তি
  • জুন ১৯৭৩ (1973-06) (বার্লিন)
  • ২৬ অক্টোবর ১৯৭৫ (1975-10-26) (ইউএসএ)
দৈর্ঘ্য১০১ মিনিট
দেশভারত
ভাষাবাংলা
Close

ছায়াছবির মূল বিষয় ছিল তেতাল্লিশের মন্বন্তর এবং তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ বাংলার আর্থ-সামাজিক পটপরিবর্তন। বর্তমানে এই ছায়াছবিটি " দ্য নিউ ইয়র্ক টাইমস গাইড টু দ্য বেস্ট ১,০০০ মুভিজ এভার মেড" তালিকার অন্তর্ভুক্ত।[2]