Loading AI tools
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
আমাজিগ জাতি বা বার্বার জাতি আফ্রিকা মহাদেশের অন্তর্গত নীল নদের পশ্চিম পাশে বসবাসকারী একটি জাতিগোষ্ঠী। আটলান্টিক মহাসাগর থেকে মিশরের সিওয়া মরুদ্যান এবং ভূমধ্যসাগর থেকে নাইজার নদী পর্যন্ত আমাজিগ জাতির লোকদের আবাসস্থলটি বিস্তৃত। ঐতিহাসিকভাবে আমাজিগরা আমাজিগ ভাষায় (বার্বার ভাষা) কথা বলে। এটি আফ্রো-এশীয় ভাষা পরিবারের একটি শাখা। সপ্তম শতাব্দীতে উত্তর আফ্রিকায় মুসলিম বিজয়ের পর থেকে আমাজিগদের একটি বড় অংশ মাগরেবি আরবির বিভিন্ন রূপ ব্যবহার করা শুরু করে। তারা ইসলামের পক্ষে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে ইউরোপীয় উপনিবেশিক শক্তির প্রভাবে আলজেরিয়া, মরক্কো এবং তিউনিসিয়ার অধিকাংশ শিক্ষিত আমাজিগ জাতির লোকেরা উচ্চ শিক্ষা বা ব্যবসায়িক কাজের জন্য ফরাসি ভাষা ও স্পেনীয় ভাষা ব্যবহার করে।
মোট জনসংখ্যা | |
---|---|
৫–৭ কোটি(বিতর্কিত)[1][2][3][4] | |
উল্লেখযোগ্য জনসংখ্যার অঞ্চল | |
মরক্কো | ~১৮ মিলিয়ন[5][6] থেকে ~২০ মিলিয়ন[2][7] |
আলজেরিয়া | ৯[2] থেকে ~১৩ মিলিয়ন[6][8] |
মৌরিতানিয়া | ২.৯ মিলিয়ন(২,৭৬৮,০০০[9] ও ১১৫,০০০[10]) |
নাইজার | ২.৬ মিলিয়ন[11] |
ফ্রান্স | ২ মিলিয়নের বেশি[12] |
মালি | ৮৫০,০০০[13] |
লিবিয়া | ৬০০,০০০[14] |
বেলজিয়াম | ৫০০,০০০ (বংশধরসহ)[15] |
নেদারল্যান্ডস | ৪৬৭,৪৫৫ (বংশধরসহ)[তথ্যসূত্র প্রয়োজন] |
বুরকিনা ফাসো | ৪০৬,২৭১[16] |
তিউনিসিয়া | ১১৭,৭৮৩[17] |
মিশর | ২৩,০০০[18] বা ১,৮২৬,৫৮০[4] |
কানাডা | ৩৭,০৬০ (মিশ্রিত বংশধরসহ)[19] |
নরওয়ে | ৪,৫০০ (বংশধরসহ)[তথ্যসূত্র প্রয়োজন] |
ইসরায়েল | ৩,৫০০[20] |
যুক্তরাষ্ট্র | ১,৩২৫[21] |
ক্যানারি দ্বীপপুঞ্জ | ~অজ্ঞাত[22] |
ভাষা | |
বার্বার ভাষা , ঐতিহ্যগতভাবে তিফিনাগ বর্ণমালা দ্বারা লিখিত। এছাড়া বর্বর লাতিন বর্ণমালাও ব্যবহৃত হয়। মরোক্কান আরবি | |
ধর্ম | |
প্রধানত সুন্নি ইসলাম। সংখ্যালঘুদের মধ্যে ইবাদি, শিয়া ও খ্রিস্টান (প্রধানত ক্যাথলিক)[23][24] ইহুদি এবং ঐতিহ্যগত ধর্মবিশ্বাস রয়েছে | |
সংশ্লিষ্ট জনগোষ্ঠী | |
আরব বর্বর, কাবিলে, চেনোয়া, রিফিয়ান, চাওয়ি, Zayanes, শিলহা, অন্যান্য আফ্রো-এশিয়ার মানুষ[25][26][27][28][29][30] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.