কুইনস অব দ্য স্টোন এইজ মার্কিন যুক্তরাষ্ট্রের পাম ডেসার্ট, ক্যালিফোর্নিয়ার ব্যান্ড যা ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। কুইনস অব দ্য স্টোন এইজের এগিয়ে চলা শুরু হয়েছিল জস হোমির হাত ধরে। কিউসাস নামের একটি দলের ভেঙে[3] যাওয়ার পর হেভি রক হিসেবে কুইনস অব দ্য স্টোন এইজ গড়ে উঠে।

দ্রুত তথ্য কুইনস অব দ্য স্টোন এইজ, প্রাথমিক তথ্য ...
কুইনস অব দ্য স্টোন এইজ
Thumb
Left to right: Josh Homme, Dean Fertita and Michael Shuman performing at the Eurockéennes festival, July 2007
প্রাথমিক তথ্য
উপনামগামা রায় (১৯৯৬)
উদ্ভবপাম ডেসার্ট, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
ধরনAlternative rock, hard rock, stoner rock, alternative metal,[1][2] psychedelic rock
কার্যকাল১৯৯৬ (1996)–present
লেবেলMatador Records, MCA Music, Inc., Interscope, Rekords Rekords,
সদস্যJosh Homme
Troy Van Leeuwen
Dean Fertita
Michael Shuman
Jon Theodore
প্রাক্তন
সদস্য
see Queens of the Stone Age contributors
ওয়েবসাইটwww.qotsa.com
বন্ধ

ইতিহাস

কুইনস অব দ্য স্টোন এইজের যাত্রা শুরু ১৯৯৬ সালে জস হোমির হাত ধরে। ১৯৯৫ সালে কিউসাস নামের একটি দলের ভাঙন হয়। দল ভেঙে যাওয়ার পর নিজের একটি গানের দল গঠনের চিন্তা করেন এবং তার আগে কিছুদিন হোমি দ্য স্ক্রিমিং ট্রিজ এর কনসার্ট ট্যুর গিটারিস্ট[4] হিসেবে কাজ করেন। হোমি প্রথমে তার প্রকল্পের নাম দেন গামা রে। তবে ১৯৯৭ সালেই তাকে এই নাম পরিবর্তন করতে হয় জার্মানিতে আরেকটি গানের দল গামা রের কারণে। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এই ব্যান্ড জস হোমির বিরুদ্ধে তাদের দলের নাম ব্যবহার করার কারণে মামলা করার হুমকি দেয়। তারা কিংস অব দ্য স্টোন এইজের বদলে দলের নাম রাখেন কুইনস অব দ্য স্টোন এইজ।

সদস্যরা

  • জস হোমি-ভোকাল, গিটার (১৯৯৬-বর্তমান)
  • ট্রয় ভ্যান লিউভেন-গিটার (২০০২-বর্তমান)
  • ডিন ফেরটিটা-কিবোর্ডস (২০০৭-বর্তমান)
  • মাইকেল শুমান—বেইজ (২০০৭-বর্তমান)
  • জন থিওডোর—ড্রামস (২০১৩-বর্তমান)

অ্যালবাম

  • কুইনস অব দ্য স্টোন এইজ (১৯৯৮)
  • রেইটেড আর (২০০০)
  • সংসস ফর দ্য ডিক (২০০২)
  • লুলাবাইজ টু প্যারালাইজ (২০০৫)
  • এরা ভালগারিস (২০০৭)
  • লাইভ ব্লকওয়ার্ক (২০১৩)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.