শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

গুইমারা ইউনিয়ন

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গুইমারা ইউনিয়নmap
Remove ads

গুইমারা বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত গুইমারা উপজেলার একটি ইউনিয়ন

দ্রুত তথ্য গুইমারা, ১নং গুইমারা ইউনিয়ন পরিষদ ...
Thumb
মানচিত্র
Remove ads

অবস্থান ও সীমানা

গুইমারা উপজেলার সর্ব-উত্তরে গুইমারা ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে হাফছড়ি ইউনিয়নরামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন, পশ্চিমে মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়ন, উত্তরে মাটিরাঙ্গা পৌরসভামাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়ন এবং পূর্বে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়ন অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত

২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১৮,২৮৮জন। এর মধ্যে ৭,৪৭০জন হিন্দু, ৬,৩২৮জন বৌদ্ধ, ৪,৪৫৭জন মুসলিম, ২১জন খ্রিস্টান ও ১২জন অন্যান্য ধর্মের অনুসারী।[]

প্রশাসনিক কাঠামো

গুইমারা ইউনিয়ন ছিল মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন ৭নং ইউনিয়ন পরিষদ। বর্তমানে এটি গুইমারা উপজেলার আওতাধীন ১নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম গুইমারা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads