ট্রাভিস জেরেমি লিয়ানদুরু সিন্নিয়াহ শ্রীলঙ্কা নৌবাহিনীর একজন অ্যাডমিরাল ছিলেন। তিনি শ্রীলঙ্কা নৌবাহিনীর ২১তম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নৌ সদরে কমান্ডার, নেভাল ফ্লিট হিসেবে দায়িত্ব পালন সহ পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বও পালন করেছিলেন রিয়ার অ্যাডমিরাল হিসেবে।[1][2] জাতিগত হিসেবে সিন্নিয়াহ একজন শ্রীলঙ্কান তামিল এবং অ্যাডমিরাল রজন কাদিরামার যিনি ষাটের দশকে নৌ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একমাত্র তামিল মানুষ হিসেবে তার পরেই অর্থাৎ দ্বিতীয় তামিল নৌ কমান্ডার হিসেবে সিন্নিয়াহ পরিগণিত হন।[3]

দ্রুত তথ্য অ্যাডমিরাল ট্রাভিস সিন্নিয়াহ, আনুগত্য ...
অ্যাডমিরাল

ট্রাভিস সিন্নিয়াহ
Thumb
আনুগত্য শ্রীলঙ্কা
সেবা/শাখা শ্রীলঙ্কা নৌবাহিনী
কার্যকাল১৯৮৬-২০১৭
পদমর্যাদাঅ্যাডমিরাল
নেতৃত্বসমূহশ্রীলঙ্কীয় নৌবাহিনীর কমান্ডার
পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড
৪র্থ ফাস্ট অ্যাটাক ফ্লোটিলা
যুদ্ধ/সংগ্রামশ্রীলঙ্কার গৃহযুদ্ধ
পুরস্কার বীর বিক্রম বিভূষণ
রণ বিক্রম পদক
রণ সুর পদক
উত্তম সেবা পদক
বন্ধ

শিক্ষা

ক্যান্ডিতে জন্মগ্রহণকারী সিন্নিয়াহ নেভাল অ্যান্ড ম্যারিটাইম একাডেমীতে তার প্রাথমিক নৌ শিক্ষা সম্পন্ন করেন ১৯৮৬ সালে, তিনি ১৯৮৪ সালে ক্যাডেট হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন; এর আগে তিনি ক্যান্ডির ট্রিনিটি কলেজে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকান। ১৯৮৬ সালে কমিশন প্রাপ্তির পর সিন্নিয়াহ উচ্চতর প্রশিক্ষণের জন্য ব্রিটেন এবং পাকিস্তান গমন করেন, তিনি নৌ স্টাফ কোর্স ভারত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ কোর্স পাকিস্তান থেকে সম্পন্ন করেন।

নৌ সামরিক জীবন

১৯৮৬ সালে সিন্নিয়াহ শ্রীলঙ্কা নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় সাব লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। দীর্ঘ নৌ সামরিক জীবনে সিন্নিয়াহ বিভিন্ন যুদ্ধ-জাহাজের অধিনায়কত্ব করেছিলেন। তিনি ৪র্থ ফাস্ট অ্যাটাক ফ্লোটিলাতে কর্মরত ছিলেন এবং পরে কমান্ডার পদবীতে এটির অধিনায়কত্ব করেন।

তিনি নৌ সদরে নৌ কমান্ডারের ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালন সহ নেভাল অ্যান্ড ম্যারিটাইম একাডেমীর অধিনায়ক, নৌ সদরে নেভাল প্রজেক্ট অ্যান্ড প্ল্যান্সের পরিদপ্তরের পরিচালক, পূর্বাঞ্চলীয় নৌ অঞ্চলের উপ অধিনায়ক সহ অধিনায়ক এবং ভলান্টিয়ার নেভাল ফোর্সের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভাইস অ্যাডমিরাল হিসেবে তিনি ২২ আগস্ট ২০১৭ তারিখে নৌ সদরে নৌকমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।[4]

রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেনার নির্দেশে সিন্নিয়াহ ২৬ অক্টোবর ২০১৭ তারিখে ৫৫ বছর বয়সে নৌবাহিনী থেকে অবসরে যান এবং পূর্ণ অ্যাডমিরাল পদে উন্নীত করা হয় তাকে, ভাইস অ্যাডমিরাল সিরিমেভান রণসিংহে নতুন নৌ কমান্ডার নিযুক্ত হন।[5][6]

তথ্যসূত্র

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.