
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব / From Wikipedia, the free encyclopedia
বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (জার্মান: Internationale Filmfestspiele Berlin), বার্লিনেল নামেও পরিচিতি, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব।[1] এটি প্রতি বছর জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়।[2]
![]() | |
অবস্থান | বার্লিন, জার্মানি |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫১ |
পুরস্কার | স্বর্ণ ভল্লুক, রৌপ্য ভল্লুক |
ওয়েবসাইট | www |
উৎসবটি ১৯৫১ সালে পশ্চিম বার্লিন শহরে প্রথম অনুষ্ঠিত হয় এবং পরে ১৯৭৮ সাল থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয়। ৩০০,০০০ টিকেট এবং ৫০০,০০০ ভুক্তিসহ এটি উপস্থিতির ভিত্তিতে বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসব।[3] বিভিন্ন শাখায় ৪০০ এর মত চলচ্চিত্র প্রদর্শিত হয়। ২০টির মত চলচ্চিত্র স্বর্ণ ভল্লুক ও রৌপ্য ভল্লুক পুরস্কারের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ২০০১ সালে এই উৎসবের পরিচালক ডিটার কস্লিক।[4]