শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
বেলছড়ি ইউনিয়ন
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
বেলছড়ি বাংলাদেশের খাগড়াছড়ি জেলার অন্তর্গত মাটিরাঙ্গা উপজেলার একটি ইউনিয়ন।
Remove ads
নামকরণ
এক সময়ে এই এলাকাটি প্রচুর বেলের জন্য প্রসিদ্ধ ছিল, যে কারণে এই ইউনিয়নের নাম বেলছড়ি নামকরণ করা হয়।[১]
আয়তন
জনসংখ্যার উপাত্ত
২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী ইউনিয়নের জনসংখ্যা ১২,৬০১জন। এর মধ্যে জন ১১,৬৭০মুসলিম, ২,২২৪জন হিন্দু, ৪৯৪জন বৌদ্ধ, ৯৫জন খ্রিস্টান ও ১১৮জন অন্যান্য ধর্মের অনুসারী। [২]
অবস্থান ও সীমানা
মাটিরাঙ্গা উপজেলার দক্ষিণাংশে বেলছড়ি ইউনিয়নের অবস্থান। মাটিরাঙ্গা সদর উপজেলা থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে এই ইউনিয়ন অবস্থিত। এ ইউনিয়নের দক্ষিণে মাটিরাঙ্গা ইউনিয়ন, পূর্বে খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়ন, উত্তরে গোমতি ইউনিয়ন এবং পশ্চিমে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
বেলছড়ি ইউনিয়ন মাটিরাঙ্গা উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম মাটিরাঙ্গা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯৮নং নির্বাচনী এলাকা পার্বত্য খাগড়াছড়ি এর অংশ। বেলছড়ি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা: ৭৫৩২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৩৮৭০ জন এবং মহিলা ভোটার রয়েছে ৩৬৬২ জন। এই ইউনিয়নে মোট ২,৬৬৮ টি পরিবার ৫১ টি গ্রাম/পাড়া তে বসবাস করে।
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
যোগাযোগ ব্যবস্থা
এই ইউনিয়নে কাঁচা রাস্তা ১২ কি.মি., ব্রীজ সলিং: ১৮ কি.মি. , পাঁকা রাস্তা : ১২ কি.মি.। এছাড়া ৪টি ব্রীজ ও ২২ টি কাল্ভারট রয়েছে।
খাল ও নদী
হাট-বাজার
বেলছড়ি ইউনিয়নের আওতায় তিনটি বাজার রয়েছে। অযোধ্যা বাজার, খেদাছড়া বাজার এবং বেলছড়ি বাজার। [৩]
দর্শনীয় স্থান
এ জেলার প্রধান উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল বেলছড়ি সিমান্তবর্তী ফেনী নদী। [৪]
জনপ্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান হলেন মোঃ রহমত উল্লাহ। [৫]
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads