শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
লস্করপুর ইউনিয়ন
হবিগঞ্জ জেলার সদর উপজেলার একটি ইউনিয়ন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
লস্করপুর ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।
Remove ads
অবস্থান ও আয়তন
বাংলাদেশের হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি ইউনিয়ন লস্করপুর। লস্করপুর ইউনিয়ন হবিগঞ্জ সদর উপজেলার সবচেয়ে ছোট ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে পৈল ইউনিয়ন, দক্ষিনে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন, পশ্চিমে গোপায়া, নিজামপুর ও শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন এবং পূর্বে বাহুবল উপজেলার লামাতাশি ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের মোট আয়তন ১৫.৩৮ বর্গ কিলোমিটার
ইতিহাস
জনসংখ্যা
ওয়ার্ড ভিত্তিক লোকসংখ্যা
ওয়ার্ড নং | লোকসংখ্যা |
০১ | ৩০১২ জন |
০২ | ২৯১৫ জন |
০৩ | ৩৪৩৮ জন |
০৪ | ২৪০৩ জন |
০৫ | ২৮২২ জন |
০৬ | ১৯১৮ জন |
০৭ | ২০৪৬ জন |
০৮ | ২১২৮ জন |
০৯ | ২৪৬৫ জন |
মোট = ২৩,১৪৭ জন |
শিক্ষা
এ ইউনিয়নের শিক্ষার হার ৬০%। ইউনিয়নটিতে সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে ১৩টি, উচ্চ বিদ্যালয় ২ টি এবং মাদ্রাসার সংখ্যা ২টি।
অবস্থান ও সীমানা
পশ্চিম দিকে গোপায় ইউনিয়ন, উত্তরে পৈল, দক্ষিণে শায়েস্তাগঞ্জ উপজেলা ও পূর্ব দিকে বাহুবল উপজেলা লামাতসি ইউনিয়ন।
এই ইউনিয়নের মোট আয়তন ১৫.৩৮ বর্গ কিলোমিটার I[১]
নামকরণ
ইতিহাস
গ্রামসমূহের তালিকা
গ্রামের সংখ্যা – ৩২ টি।
মশাজান | আব্দাবকাই | আব্দাখিজির |
ডেমেশ্বর | রঘুদয়াল | গোয়াছপুর |
হাতিরথান | হামিদপুর | শরীফপুর |
উঃ সুলতানশী | সুলতানশী | বনদক্ষিণ |
যমুনাবাদ | এতমানজানী | নোয়াবাদ |
নারাইনপুর | বালিহাটা | চরহামুয়া |
বনগাও | সুঘর | কৃষ্ণরামপুর |
যাদবপুর | দক্ষিণচর | রামনগর |
আদ্যপাশা | ধরমপুর | আলমপুর |
শ্যামপুর | মোহনাবাদ | আহম্মদনগর |
লস্করপুর | গঙ্গানগর |
প্রশাসনিক কাঠামো
শিক্ষা ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠান
যোগাযোগ ব্যবস্থা
দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থাপনা
উল্লেখযোগ্য ব্যক্তিত্ত্ব:
- সৈয়দ সুলতান (১৫৫০-১৬৪৮) - মধ্যযুগের প্রখ্যাত কবি;
- সৈয়দ গোয়াস উদ্দীন - সৈয়দ সুলতান এর জ্যেষ্ঠ পুত্র, সাধক ও সমাজ সংস্কারক;
- সৈয়দ মহিবুর রহমান (১৯১৫-২০০৭) ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা ও দ্বিতীয় বিশ্বযোদ্ধের সৈনিক;
- সৈয়দ আব্দুল বারী (১৯২৫ - ১৯৮১) - কুমিল্লা জেলার ভূতপূর্ব জেলাপ্রশাসক;
- সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন - সাবেক প্রধান বিচারপতি;
- সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন - সাবেক প্রধান বিচারপতি;
- সৈয়দ মোস্তফা কামাল - সাহিত্যিক, প্রাবন্ধিক, শেকড় সন্ধানী গবেষক, ইতিহাসবিদ ও সাবেক ডি ডি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ;
- সৈয়দ মোহাম্মদ জোবায়ের (১৯৫৫ - ২০০৯) -, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন ইংরেজি সংবাদ পাঠক এবং রবীন্দ্র সংগীত শিল্পী ;
- সালেহ উদ্দিন - সাবেক উপাচার্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;
খাল ও নদী
লস্করপুর ইউনিযনের ভিতর দিয়ে খোয়াই নদী প্রবাহিত হয়েছে এবং তেলিখাল নামে একটি ছোট খাল আছে যা বাহুবল উপজেলা এবং সদর উপজেলার সীমানা নির্দেশ করে।[১]
হাট-বাজার
ক্রমিক | নাম | আয়তন | তথ্য প্রদানকারী ব্যক্তি | চান্দিনা ভিটির সংখ্যা | ইজারা মূল্য | ঠিকানা |
১ | বৈদ্যর বাজার | বনগাও, ওয়ার্ড নং- ০৬, লস্করপুর ইউপি | ||||
২ | কটিয়াদী বাজার | সুলতানশী, শরীফপুর, ওয়ার্ড নং- ০৩, লস্করপুর ইউপি |
জনপ্রতিনিধি
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads