কুরুশের চোঙ (ফার্সি: استوانه کوروش‎; ওস্‌তোভ'নে কুরুশ) মাটির তৈরি চোঙ যা কিউনিফর্ম হরফে লেখা সনদ[2] পারস্যের সম্রাট কুরুশের নামে নামাঙ্কিত।[3] চোঙটি দুই হাজার ৬০০ বছরের পুরোনো।[2] যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ব্রিটিশ মিউজিয়ামের অধিকারে আছে চোঙটি। খ্রিষ্টপূর্ব ৫৩৯ সালে ব্যাবিলন দখল করার পর কুরুশের নির্দেশে চোঙটি তৈরি করা হয়েছিল। এতে খোদাই করে লেখা আছে পারস্য সাম্রাজ্যজুড়ে ধর্মীয় স্বাধীনতা, সহিষ্ণুতা ও মানবাধিকার বাস্তবায়নের কথা।

দ্রুত তথ্য কুরুশের চোঙ, উপাদান ...
কুরুশের চোঙ
ThumbThumb
কুরুশের চোঙ, সামনের দিক ও পিছনের দিক
উপাদানপোড়া মাটি
আকার২২.৫ সেন্টিমিটার (৮.৯ ইঞ্চি) x ১০ সেন্টিমিটার (৩.৯ ইঞ্চি) (maximum)
লিখনAkkadian cuneiform script
আবিষ্কৃতBabylon, Mesopotamia by Hormuzd Rassam in March 1879
নির্মিতAbout 539–530 BC
সময়কাল / সংস্কৃতিAchaemenid Empire
আবিষ্কৃতBabylon, Mesopotamia by Hormuzd Rassam in March 1879
বর্তমান অবস্থান৫২ নং রুম[1] (previously 55), ব্রিটিশ মিউজিয়াম, লন্ডন
সনাক্তকরণBM 90920
নিবন্ধনটেমপ্লেট:British-Museum-db
বন্ধ

কুরুশের চোঙটিতে বর্ণিত রয়েছে সম্রাট কুরুশের ব্যাবিলন আক্রমণের ইতিহাস। তিনি ব্যাবিলনের দেবতা মারদুকের আমন্ত্রণে প্রথম সেখানে গিয়েছিলেন। আধিপত্য প্রতিষ্ঠার পর তিনি মুক্তি দিয়েছিলেন ব্যাবিলনীয়দের হাতে নির্যাতিত দাস জাতিগোষ্ঠীকে। এ ছাড়া তাদের প্রার্থনালয়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি ফিরিয়ে দেওয়া হয়েছিল কুরুশের নির্দেশেই। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে ইহুদিরাও ছিল। তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন কুরুশ। এসব অসাধারণ পদক্ষেপ বা অবদানের জন্য একজন ‘উদার ও আলোকিত সম্রাটের’ সুনাম অর্জন করেন কুরুশ।[3]

মানবাধিকার সনদ

কুরুশের চোঙ দেখতে অনেকটা পিপার মতো। পিপা আকৃতির চোঙটি ব্যাবিলনের ভিত্তিস্তম্ভে ব্যবহার করা হয়েছিল। বিশেষজ্ঞদের দাবি, এটিই বিশ্বের ‘প্রথম মানবাধিকার সনদ’।[4]

আবিষ্কার

Thumb
মসুলে প্রায় ১৮৫৪ সালে হরমুজদ রাসাম। কুরুশের চোঙটি বেবিলনে ১৮৭৯ সালের ফেব্রুয়ারি - মার্চে তার প্রত্নতাত্ত্বিক খননকালে আবিষ্কৃত হয়েছিল।

ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ও কূটনীতিক হরমুজদ র‌্যাসামের নেতৃত্বে মেসোপটেমিয়া (বর্তমান ইরাক) থেকে চোঙটি ১৮৭৯ সালে উদ্ধার করা হয়।[4]

কুরুশকোষ (সাইরোপিডিয়া)

কুরুশের জীবনীর ওপর ভিত্তি করে গ্রিক চিন্তাবিদ জেনোফন লিখেছেন সাইরোপিডিয়া। জোনোফন লিখেছেন কুরুশ কীভাবে সহিষ্ণুতার ওপর ভিত্তি করে একটি বৈচিত্র্যময় সমাজ শাসন করতেন। বইটি (গ্রিকলাতিন ভাষায়) ইউরোপে ১৭৬৭ সালে প্রকাশিত হয়। একটি কপি স্থান পেয়েছে ওয়াশিংটন ডিসির বিশেষ প্রত্নপ্রদর্শনীতে। আরেকটি কপি ছিল সাবেক মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের সংগ্রহে, যা বর্তমানে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে সংরক্ষিত রয়েছে।[4]

গ্যালারি

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

মিডিয়া আর্টিকেল

অন্যান্য উৎস

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.