শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ
বাংলাদেশের সিলেটে অবস্থিত সরকারি মেডিকেল কলেজ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ বাংলাদেশের বিভাগীয় শহর সিলেটে অবস্থিত একটি সরকারি মেডিকেল কলেজ।[৩] কলেজটি সিলেট শহরের উত্তর-পূর্ব দিকের কাজলশাহ নামক এলাকায় অবস্থিত। কলেজটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এটি দেশের একটি অন্যতম প্রধান চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে ১৯৬২ সাল থেকে ১ বছর মেয়াদী হাতে-কলমে শিখনসহ (ইন্টার্নশিপ) স্নাতক পর্যায়ের ৫ বছর মেয়াদি এম. বি. বি. এস. শিক্ষাক্রম চালু রয়েছে; যাতে প্রতিবছর ২৫০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়ে থাকে এবং ২০১২ সাল থেকে ৫ বছর মেয়াদী বি. ডি. এস. ডেন্টাল ডিগ্রি চালু রয়েছে যেখানে প্রতিবছর প্রায় ৫২ জন শিক্ষার্থী ভর্তি করা হয়।[৪] মূল কার্যক্রমের পাশাপাশি নার্সদের প্রশিক্ষণের কার্যক্রম পরিচালিত হয়।
Remove ads
ইতিহাস
১৯৪৮ সালে সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করা হয়। এরপর স্কুলটিকে কলেজে রূপান্তরের দাবীতে আন্দোলন হলে ১৯৬২ সালে পাকিস্তান সরকারের আমলে এটিকে সিলেট মেডিকেল কলেজ নামে কলেজ পর্যায়ে উন্নীত করা হয়। ১৯৬৮-৬৯ সালে কলেজ ক্যাম্পাস সম্প্রসারণ করা হয়। ১৯৭১-৭২ সাল থেকে ক্যাম্পাসটি কাজলশাহ এলাকায় অবস্থিত। স্বাধীনতা লাভের পর, ১৯৮৬ সালে তৎকালীন সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর নামানুসারে কলেজটির নাম পরিবর্তন করে “সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ” রাখে, যা সংক্ষেপে সিওমেক নামেও পরিচিত।[৫]
Remove ads
অবকাঠামো



কলেজ এবং হাসপাতাল ২০৬,৩৫৫ বর্গ মিটার এলাকা জুড়ে অবস্থিত এবং পুরাতন ও নতুন অঞ্চলে বিভক্ত। নতুন অঞ্চলে অবস্থিত কলেজটি ১৯১,৯৭৭ বর্গ মিটার এলাকা জুড়ে আছে। মূল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী নিবাসের সাথে বিশাল খেলার মাঠ রয়েছে।
ভবনসমূহ
- পুরাতন ক্যাম্পাস
- নতুন ক্যাম্পাস
- ডেন্টাল ইউনিট
- আদর্শ পরিবার পরিকল্পনা ক্লিনিক
- নিউক্লিয়ার মেডিসিন সেন্টার
- সিলেট নার্সিং কলেজ
মূল ক্যাম্পাসের অবকাঠামো
- তিন-তলা কলেজ ভবন কমপ্লেক্স
- ১০০০ শয্যাবিশিষ্ট ৫ তলা এবং দীর্ঘ হাসপাতাল ভবন কমপ্লেক্স
- দ্বিতল ভবনের ডেন্টাল ইউনিট
আওতাভুক্ত অন্যান্য হাসপাতাল
- শহীদ ডা. শামসুদ্দীন আহমেদ জেনারেল হাসপাতাল
- আদর্শ পরিবার পরিকল্পনা ক্লিনিক
- লেপ্রসি হাসপাতাল
- যক্ষ্মা ক্লিনিক
- সংক্রামক ব্যাধি হাসপাতাল
- নিকটস্থ থানা হাসপাতাল কমপ্লেক্সসমূহ
শিক্ষার্থী নিবাস
ছাত্রদের জন্য পাঁচটি এবং ছাত্রীদের জন্য চারটি শিক্ষার্থী নিবাস রয়েছে।
ছাত্রদের নিবাস
- শহীদ ডা. শামসুদ্দীন আহমেদ ছাত্রাবাস
- আবু সিনা হোস্টেল
- কর্নেল জিয়া হোস্টেল
- হযরত শাহজালাল হোস্টেল
- শহীদ ডা. মিলন ইন্টার্ন হোস্টেল
ছাত্রীদের নিবাস
- দিলরুবা বেগম হোস্টেল
- শ্যামল কান্তি লালা হোস্টেল
- হযরত শাহ পরান হোস্টেল
- ইন্টার্ন হোস্টেল (প্রমীলা)
Remove ads
অনুষদ ও বিভাগ
স্নাতক
স্নাতকোত্তর
এম. ফিল
এম. ডি.
- ইন্টারনাল মেডিসিন
- কার্ডিওলজি
- পেডায়েট্রিক্স
- সাইকিয়াট্রি
- ডার্মাটলজি
- রেডিওলজি
এম. এস.
- জেনারেল সার্জারি
- গাইনী এন্ড অবস
- অপথ্যালমলজি
- পেডায়েট্রিক সার্জারি
- অর্থো-সার্জারি
- ইউরোলজি
ডিপ্লোমা
- এনেস্থেসিয়া
- ফরেনসিক মেডিসিন
এছাড়াও সাম্প্রতিক সময়ে রেসিডেন্সি প্রোগ্রাম পরিচালিত হচ্ছে।
বিএসএমএমইউ, বিসিপিএস এর অধীনে এই উচ্চতর কোর্সগুলো পরিচালিত হচ্ছে।
সুযোগ-সুবিধা
গ্রন্থাগার
কলেজ ভবন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গ্রন্থাগার অবস্থিত। ১৪০ জন ধারণ ক্ষমতা বিশিষ্ট এই গ্রন্থাগারটি প্রতি কর্মদিবসে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সচল থাকে। স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য পৃথক গ্রন্থাগারের ব্যবস্থা রয়েছে। গ্রন্থাগারটিতে বিভিন্ন বিষয়ে পঁচিশ হাজারের বেশি বই রয়েছে। পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে ক্ষুদে গ্রন্থাগার রয়েছে। এছাড়া সিলেট জাতীয় গ্রন্থাগার ও ঢাকায় জাতীয় মেডিকেল গ্রন্থাগার ব্যবহারের ব্যবস্থা রয়েছে।[৬]
লেকচার গ্যালারী
প্রজেক্টর, জেরক্স প্রজেক্টর, প্রজেক্টর স্ক্রিন, এপিডায়াস্কোপ, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, শীতাতপ নিয়ন্ত্রণ, ডিজিটাল মার্কার, মাইক্রোফোন বিশিষ্ট তিনটি লেকচার গ্যালারী রয়েছে।
আইটি কর্নার
লাইব্রেরীর পাশেই রয়েছে উচ্চগতির ইন্টারনেট সংযোগ বিশিষ্ট আইটি কর্নার।
টিউটোরিয়াল এবং সেমিনার রুম
প্রত্যেকটি অনুষদের জন্য একটি বা দুটি করে মোট ২৬টি বিশেষায়িত কক্ষ রয়েছে।
ব্যবচ্ছেদ কক্ষ
১ টি- এনাটমির জন্য
গবেষণাগার
১৩ টি:
- এনাটমি-১
- ফিজিওলজি-২
- বায়োকেমিস্ট্রি-২
- ফার্মাকোলজি-২
- প্যাথোলজি-৪
- মাইক্রোবায়োলজি-২
জাদুঘর
- এনাটমি-১
- প্যাথোলজি-১
- কমিউনিটি মেডিসিন মিউজিয়াম-১
এছাড়া বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের একটি আঞ্চলিক সেল রয়েছে।
Remove ads
কৃতি শিক্ষার্থী
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads