শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
হবিগঞ্জ পৌরসভা
হবিগঞ্জ জেলার একটি পৌরসভা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
হবিগঞ্জ পৌরসভা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি স্থানীয় সরকার ব্যবস্থা সংগঠন। এই পৌরসভাটি বাংলাদেশের একটি ‘‘ক’’ শ্রেনীভূক্ত পৌরসভা।[১]
অবস্থান ও আয়তন
হবিগঞ্জ পৌরসভাটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার সদর উপজেলার অন্তর্ভুক্ত।[৪] এই পৌর এলাকাটির আয়তন ৯.০৫ বর্গ কিলোমিটার।[১]
ইতিহাস
হবিগঞ্জ পৌরসভাটি গঠিত হয় ১৮৮১ সালে।[১][৫]
মিউন্যিসিপ্যাল অফিস বিল্ডিং হবিগঞ্জ ফাউন্ডেশন স্থাপিত হয় ১৯৪০ সালের ১৬ ডিসেম্বর।
ভৌগোলিক উপাত্ত
শিল্প ও সংস্কৃতি
- পৌর পাঠাগার
পুরাতন হাসপাতাল সড়ক, হবিগঞ্জ।
- পৌর টাউন হল
টাউন হল রোড, হবিগঞ্জ।
- পৌর কিবরিয়া মিলনায়তন (জেলা অডিটেরিয়াম)
নিউ ফিল্ড, জেলা আনসার ভিডিপি রোড, হবিগঞ্জ।
- পৌর সংস্কৃতিক মঞ্চ নিমতলা
পৌরসভা মাঠ, হবিগঞ্জ।
- মোহন সিনেমা হল ঐতিহ্যবাহী হল, সিনেমা হল রোড হবিগঞ্জ পৌরসভা।
প্রশাসনিক উপাত্ত
নির্বাচিত জন-প্রতিনিধি
বিগত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে[৬][৭] বিএনপি সমর্থিত প্রার্থী জি কে গৌউছ মেয়র পদে নির্বাচিত হয়েছেন।[২]
বিগত ২০১৯ সালের ২৪ জুন তারিখে অনুষ্ঠিত উপ-নির্বাচনে মোঃ মিজানুর রহমান মিজান মেয়র পদে নির্বাচিত হয়েছেন।
যোগাযোগ ব্যবস্থা
রেলপথ
শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ রেলপথ সেকশনে চারটি রেলওয়ে স্টেশন আসাম বেঙ্গল রেলওয়ে দ্বারা প্রতিষ্ঠিত হয় ১৯২৮ সালে।
বি.দ্র.: শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন ১৯০৩ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ১৯২৮-২৯ সালে হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংযোগ ফাঁড়ি যোগাযোগ চালু হলে এটি জংশন রেলওয়ে স্টেশনে পরিণত হয়।
শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট রেলপথ সেকশনে সাতটি রেলওয়ে স্টেশন আসাম বেঙ্গল রেলওয়ে দ্বারা প্রতিষ্ঠিত হয় ১৯২৯ সালে।
Remove ads
রেলপথ
হবিগঞ্জ বাজার–শায়েস্তাগঞ্জ–বাল্লা রেলপথ
উপনবেশিক ব্রিটিশ শাসন আমলে তৎকালীন (অবিভক্ত ব্রিটিশ-ভারতের) আসাম প্রভেন্সির সিলেট জেলার হবিগঞ্জ মহুকুমায় রেলপথে ট্রেন চলাচল শুরু হয়। ব্রিটিশ সরকার ১৯২৮ সালে হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ নির্মাণ করে গড়ে তুলে অবকাঠামো।[৮] ২০০৩ সালে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।[৮]
উল্লেখযোগ্য ব্যক্তি
দর্শনীয় ও বৈশিষ্ট্যপূর্ণ স্থান এবং স্থাপনা
- বেসিক ডেমোক্রেসি হল (আরডি হল)
কালীবাড়ী রোড, হবিগঞ্জ।
- হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ
- হবিগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন, চৌধুরী বাজার, হবিগঞ্জ সদর।
- হবিগঞ্জ কোর্ট রেলওয়ে স্টেশন, কোর্ট স্টেশন রোড, হবিগঞ্জ সদর।
- ধুলিয়াখাল
- পাইকপাড়া
আরও দেখুন
- হবিগঞ্জ সদর উপজেলা;
- হবিগঞ্জ জেলা;
- বাংলাদেশের পৌরসভাসমূহের তালিকা
- হবিগঞ্জ বাজার-শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ
- হবিগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন, চৌধুরী বাজার, হবিগঞ্জ সদর।
- হবিগঞ্জ কোর্ট রেলওয়ে স্টেশন, কোর্ট স্টেশন রোড, হবিগঞ্জ সদর।
- ধুলিয়াখাল
- পাইকপাড়া
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads