২০০৮ অলিম্পিক গেমসে পুরুষদের ম্যারাথন দৌড়ানোর প্রতিযোগিতা আগস্টের ২৪ তারিখে অনুষ্ঠিত হয় বেইজিং ন্যাশনাল স্টেডিয়ামে[1] কেনিয়ার স্যামুয়েল ওয়াঞ্জিরু ২:০৬:৩২ সময়ে নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করে বিজয়ী হন।[2]

দ্রুত তথ্য XXIX অলিম্পিয়াড খেলায় পুরুষদের ম্যারাথন, স্থান ...
XXIX অলিম্পিয়াড খেলায়
পুরুষদের ম্যারাথন
Thumb
স্যামুয়েল ওয়াঞ্জিরু
স্থানবেইজিং
তারিখ২৪শে আগস্ট
প্রতিযোগী৫৭টি দেশের ৯৮ জন প্রতিযোগী
পদকবিজয়ী
১ স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু  কেনিয়া
২ জাওয়াদ ঘারিব  মরক্কো
৩ শেগে কেবেডে  ইথিওপিয়া
 ২০০৪
২০১২ 
বন্ধ
দ্রুত তথ্য ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী, ট্র্যাক বিভাগ ...
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে দৌড়বাজী
ট্র্যাক বিভাগ
১০০ মিটার   পুরুষ   মহিলা
২০০ মিটার পুরুষ মহিলা
৪০০ মিটার পুরুষ মহিলা
৮০০ মিটার পুরুষ মহিলা
১৫০০ মিটার পুরুষ মহিলা
৫০০০ মিটার পুরুষ মহিলা
১০০০০ মিটার পুরুষ মহিলা
১০০ মিটার
বাধাদৌড়
মহিলা
১১০ মিটার
বাধাদৌড়
পুরুষ
৪০০ মিটার বাধাদৌড় পুরুষ মহিলা
৩০০০ মিটার
স্টিপলচেজ
পুরুষ মহিলা
৪ x ১০০ মিটার রিলে পুরুষ মহিলা
৪ x ৪০০ মিটার রিলে পুরুষ মহিলা
রোড বিভাগ
ম্যারাথন পুরুষ মহিলা
২০ কিমি হাঁটা পুরুষ মহিলা
৫০কিমি হাঁটা পুরুষ
ফিল্ড বিভাগ
লং জাম্প পুরুষ মহিলা
ট্রিপল জাম্প পুরুষ মহিলা
হাই জাম্প পুরুষ মহিলা
পোল ভল্ট পুরুষ মহিলা
শট পাট পুরুষ মহিলা
ডিসকাস থ্রো পুরুষ মহিলা
বর্শা নিক্ষেপ পুরুষ মহিলা
হাতুড়ি ছোঁড়া পুরুষ মহিলা
সম্মিলিত বিভাগ
হেপ্টাথলন মহিলা
ডেকাথলন পুরুষ
বন্ধ

যোগ্যতানির্ণায়ক মাপকাঠি ছিল ২:১৫:০০ (A মান) এবং ২:১৮:০০ (B মান)।[3]

দৌড়

প্রথাগত গভীর রাতের পরিবর্তে প্রতিযোগিতা শুরু হয় ভোরবেলা। প্রথম ১০কিমি মোট আটজনের একটি দল এগিয়ে ছিল। সেটা ২০কিমির মাথায় ৫জনে এসে ঠেকে। এঁরা হলেন এরিথ্রীয় ইয়োনাস কিফল, ইথিয়পীয় দেরিবা মার্গা, কেনীয় মার্টিন লেল ও স্যামি ওয়াঞ্জিরু, এবং মরোক্কোর জাওয়াদ ঘারিব। পরের ১০কিমি দেরিবা মার্গা গতি বাড়িয়ে দেন, ফলে লেল ও কিফল পিছিয়ে পড়েন। ৩০কিমির মাথায়, স্যামি ওয়াঞ্জিরু দেরিবা মার্গাকে আক্রমণ করেন। আস্তে আস্তে মার্গা পিছিয়ে পড়তে থাকেন ও পদক জয়ের দৌড় থেকে ছিটকে যান। স্যামি ওয়াঞ্জিরু ঘারিবের থেকেও তাঁর প্রাধান্য ও দূরত্ব বজায় রেখে যান। যদিও ঘারিব আস্তে আস্তে ব্যবধান কমিয়ে আনেন কিন্তু শেষ পর্যন্ত ২:০৬:৩২ সময়ে অলিম্পিক রেকর্ড গড়ে সোনা জেতেন ওয়াঞ্জিরু। ঘারিব পান রূপো আর শেগে কেবেডে অনেক লড়ে তৃতীয় স্থান অধিকার করেন।

রেকর্ড

এই প্রতিযোগিতার আগে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড নিচে দেওয়া হল।

বিশ্ব রেকর্ড হাইল গেবরসেল্যাসি (ETH)২:০৪:২৬বার্লিন, জার্মানি২৮শে সেপ্টেম্বর ২০০৭
অলিম্পিক রেকর্ড কার্লোস লোপেজ (POR)২:০৯:২১লস অ্যাঞ্জেলিস, যুক্তরাষ্ট্র১২ই আগস্ট ১৯৮৪

এই অলিম্পিকে যে নতুন অলিম্পিক রেকর্ডটি সৃষ্টি হয় সেটি নিচে দেওয়া হল।

আরও তথ্য তারিখ, বিভাগ ...
তারিখবিভাগদৌড়বীরসময়ORWR
২৪শে আগস্টস্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু কেনিয়া২:০৬:৩২OR
বন্ধ

ফলাফল

  • সমস্ত সময় ঘণ্টা:মিনিট:সেকেন্ডে দেখানো হয়েছে।

নিম্নলিখিত শব্দসংক্ষেপগুলি ব্যবহার করা হয়েছে, -

আরও তথ্য ক্রম, প্রতিযোগী ...
ক্রমপ্রতিযোগীরাষ্ট্রসময়টিকা[4]
১স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু কেনিয়া২:০৬:৩২ওআর
২জাওয়াদ ঘারিব মরক্কো২:০৭:১৬
৩শেগে কেবেডে ইথিওপিয়া২:১০:০০
দেরিবা মার্গা ইথিওপিয়া২:১০:২১
মার্টিন লেল কেনিয়া২:১০:২৪
ভিক্টর রোথলিন সুইজারল্যান্ড২:১০:৩৫
গ্যাশ আসফাউ ইথিওপিয়া২:১০:৫২
ইয়ারেদ আসমেরম ইরিত্রিয়া২:১১:১১
দাথান রিতজেনহেইন মার্কিন যুক্তরাষ্ট্র২:১১:৫৯
১০রায়ান হল মার্কিন যুক্তরাষ্ট্র২:১২:৩৩
১১মাইক ফোকোরোনি জিম্বাবুয়ে২:১৩:১৭PB
১২স্টেফানো বল্ডিনি ইতালি২:১৩:২৫
১৩সুয়োশি ওগাটা জাপান২:১৩:২৬SB
১৪গ্রিগরী আন্দ্রেভ রাশিয়া২:১৩:৩৩
১৫রুজেরো পার্টিল ইতালি২:১৩:৩৯
১৬হোসে ম্যানুয়েল মার্টিনেজ স্পেন২:১৪:০০
১৭ফ্রান্সিস কিরওয়া ফিনল্যান্ড২:১৪:২২
১৮লি মিয়ং-সিউং দক্ষিণ কোরিয়া২:১৪:৩৭
১৯জেন হোলমেন ফিনল্যান্ড২:১৪:৪৪
২০আব্দেররহিম ঘুমরি মরক্কো২:১৫:০০
২১আলেক্সি সোকোলভ রাশিয়া২:১৫:৫৭
২২ব্রায়ান সেল মার্কিন যুক্তরাষ্ট্র২:১৬:০৭
২৩অট্টাভিয়ানো আন্দ্রিয়ানি ইতালি২:১৬:১০
২৪ড্যান রবসন গ্রেট ব্রিটেন২:১৬:১৪
২৫ডেং হেইয়াং চীন২:১৬:১৭
২৬আব্দেররহিম বুরামদান মরক্কো২:১৭:৪২
২৭ভাসিল ম্যাটভিচুক ইউক্রেন২:১৭:৫০
২৮লি বং-জু দক্ষিণ কোরিয়া২:১৭:৫৬
২৯ওলেগ কুলকভ রাশিয়া২:১৮:১১
৩০পাওলো গোমেজ পর্তুগাল২:১৮:১৫
৩১আলেক্স মালিঙ্গা উগান্ডা২:১৮:২৬
৩২কার্লোস কর্ডেরো মেক্সিকো২:১৮:৪০
৩৩কুম-সং রি উত্তর কোরিয়া২:১৯:০৮
৩৪হেনরিক জোস্ট পোল্যান্ড২:১৯:৪৩
৩৫হোসে আমাদো গার্সিয়া গুয়াতেমালা২:২০:১৫
৩৬ইয়োনাস কিফল ইরিত্রিয়া২:২০:২৩
৩৭নাসের সাকার সঈদ বাহরাইন২:২০:২৪
৩৮হোসে ডি সুজা ব্রাজিল২:২০:২৫
৩৯কামিল মাসি নেদারল্যান্ডস২:২০:৩০
৪০সং-চোল পাক উত্তর কোরিয়া২:২১:১৬
৪১ইয়ারোস্লাভ মুসিনস্কি মলদোভা২:২১:১৮
৪২ইল-নাম কিম উত্তর কোরিয়া২:২১:৫১
৪৩হুয়ান কার্লোস কারডোনা কলম্বিয়া২:২১:৫৭
৪৪হেন্ড্রিক রামালা দক্ষিণ আফ্রিকা২:২২:৪৩
৪৫অর্জুন কুমার বাসনেট নেপাল২:২৩:০৯PB
৪৬হেল্ডার অর্নেলাস পর্তুগাল২:২৩:২০
৪৭প্রোকোপিও ফ্র্যাঙ্কো মেক্সিকো২:২৩:২৪
৪৮নেলসন ক্রুজ কাবু ভের্দি২:২৩:৪৭
৪৯রবার্তো একেভেরিয়া চিলি২:২৩:৫৪
৫০কিম ই-ইয়ং দক্ষিণ কোরিয়া২:২৩:৫৭
৫১লি ঝুহং চীন২:২৪:০৮
৫২বাট-ওচিরিন সের-ওড মঙ্গোলিয়া২:২৪:১৯
৫৩নর্মান লোমো দক্ষিণ আফ্রিকা২:২৪:২৮
৫৪আর্কাডিয়াজ সোয়া পোল্যান্ড২:২৪:৪৮
৫৫স্যামসন রামাধানি তানজানিয়া২:২৫:০৩
৫৬ডাবিলি বাশিঙ্গিলি বতসোয়ানা২:২৫:১১
৫৭সাইমন মুনিউতু ফ্রান্স২:২৫:৫০
৫৮অ্যান্টনি বার্নার্ডো অ্যান্ডোরা২:২৬:২৯
৫৯উ ওয়েন-চিয়েন চীনা তাইপেই২:২৬:৫৫
৬০লি ট্রুপ অস্ট্রেলিয়া২:২৭:১৭
৬১কনস্ট্যান্টিনো লিয়ঁ পেরু২:২৮:০৪
৬২গোরান স্টোজিল্কোভিচ মন্টিনিগ্রো২:২৮:১৪
৬৩আলফ্রেডো আরিভালো গুয়াতেমালা২:২৮:২৬
৬৪ইউসুফ ওথম্যান কাদের কাতার২:২৮:৪০
৬৫ফ্র্যাঙ্কলিন টেনোরিও ইকুয়েডর২:২৯:০৫
৬৬ফ্রান্সিস্কো বাতিস্তা মেক্সিকো২:২৯:২৮
৬৭রোমান কেজার স্লোভেনিয়া২:২৯:৩৭
৬৮জোয়াকিম শিমিরিমানা বুরুন্ডি২:২৯:৫৫
৬৯সেটেং আয়েল ইসরায়েল২:৩০:০৭
৭০তাখির মামাশায়েভ কাজাখস্তান২:৩০:২৬
৭১আব্দিল সিলান তুরস্ক২:৩১:৪৩
৭২হোসে রিওস স্পেন২:৩২:৩৫
৭৩হেম বান্টিং কম্বোডিয়া২:৩৩:৩২
৭৪মার্সেল শপ লিশটেনস্টাইন২:৩৫:০৬
৭৫পাভেল লোস্কুতভ এস্তোনিয়া২:৩৯:০১
৭৬আতসুশি সাতো জাপান২:৪১:০৮
DNFটেসফায়োহানেস মেস্ফেন ইরিত্রিয়া
DNFজুলিও রে স্পেন
DNFমার্টিন ফাগান আয়ারল্যান্ড
DNFআল মুস্তাফা রিয়াধ বাহরাইন
DNFআলি মোবারক এল জাইদি লিবিয়া
DNFমেরিলসন ডস স্যান্টোস ব্রাজিল
DNFলুক কিবেট কেনিয়া
DNFআব্দুলহক এলগর্চে জাকারিয়া বাহরাইন
DNFলুই ফনসেকা ভেনেজুয়েলা
DNFওলেক্সান্দ্র সিটকোভস্কি ইউক্রেন
DNFফ্র্যাঙ্ক ডি ক্যালডেইরা ব্রাজিল
DNFআন্দ্রেই গোর্দিয়েভ বেলারুশ
DNFজোয়াও এন'টিম্বা অ্যাঙ্গোলা
DNFমোজেস মোয়েকেতসি মোসুহিল লেসোথো
DNFগেটুলি বায়ো তানজানিয়া
DNFমুবারক হাসান শামি কাতার
DNFসাইমন সোটাং মেইন লেসোথো
DNFক্লেমেন্ট মাবোথিল লেবোপো লেসোথো
DNFওলেক্সান্দ্র কুজিন ইউক্রেন
DNSমোহামেদ ইকোকি সানদেকি তানজানিয়া
DNSসাতোশি ওসাকি জাপান
DNSঅগাস্টো সোরেস পূর্ব তিমুর
বন্ধ

অন্তর্বর্তী পর্যায়

আরও তথ্য পর্যায়, প্রতিযোগী ...
পর্যায়প্রতিযোগীরাষ্ট্রসময়
১০কিমি১. হোসে ম্যানুয়েল মার্টিনেজ স্পেন২৯:২৫
২. দেরিবা মার্গা ইথিওপিয়াএকই সময়
৩. মার্টিন লেল কেনিয়াএকই সময়
৪. ইয়ারেদ আসমেরম ইরিত্রিয়াএকই সময়
৫. ইয়োনাস কিফল ইরিত্রিয়া+০:০১
২০কিমি১. দেরিবা মার্গা ইথিওপিয়া৫৯:১০
২. ইয়োনাস কিফল ইরিত্রিয়াএকই সময়
৩. মার্টিন লেল কেনিয়াএকই সময়
৪. জাওয়াদ ঘারিব মরক্কোএকই সময়
৫. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু কেনিয়াএকই সময়
৩০কিমি১. দেরিবা মার্গা ইথিওপিয়া১:২৯:১৪
২. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু কেনিয়াএকই সময়
৩. জাওয়াদ ঘারিব মরক্কো+০:০৪
৪. মার্টিন লেল কেনিয়া+০:০৯
৫. ইয়োনাস কিফল ইরিত্রিয়া+০:১৫
৪০কিমি১. স্যামুয়েল ক্যামাউ ওয়াঞ্জিরু কেনিয়া১:৫৯:৫৪
২. জাওয়াদ ঘারিব মরক্কো+০:১৮
৩. দেরিবা মার্গা ইথিওপিয়া+১:৫৭
৪. শেগে কেবেডে ইথিওপিয়া+২:৪৩
৫. মার্টিন লেল কেনিয়া+৩:০৪
বন্ধ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.