আল-মু'তাসিমু বিল্লাহি মুহিব্বুদ্দিন সুলতান আবদুল হালিম মুয়াজ্জম শাহ ইবনে আলমরহুম সুলতান বাদলিশাহ (২৮ নভেম্বর ১৯২৭ – ১১ সেপ্টেম্বর ২০১৭) ছিলেন কেদাহের ২৮তম সুলতান। তিনি ১৯৭০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত এবং ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই দফায় মালয়েশিয়ার ইয়াং দি-পেরতুয়ান আগং (সম্রাট) হিসেবে দায়িত্ব পালন করেন। মালয়েশিয়ার ইতিহাসে তিনি একমাত্র ব্যক্তি যিনি দুইবার সম্রাট ছিলেন।

দ্রুত তথ্য আবদুল হালিম, ইয়াং দি-পেরতুয়ান আগং ...
আবদুল হালিম
মালয়েশিয়ার ১৪তম ইয়াং দি-পেরতুয়ান আগং
কেদাহর সুলতান
Thumb
ইয়াং দি-পেরতুয়ান আগং
রাজত্ব১৩ ডিসেম্বর ২০১১ – ১২ ডিসেম্বর ২০১৬
রাজ্যাভিষেক১১ এপ্রিল ২০১২
পূর্বসূরিমিজান জয়নুল আবেদিন
উত্তরসূরিপঞ্চম মুহাম্মদ
রাজত্ব২১ সেপ্টেম্বর ১৯৭০ – ২০ সেপ্টেম্বর ১৯৭৫
অভিষেক২০ ফেব্রুয়ারি ১৯৭১
পূর্বসূরিইসমাইল নাসিরউদ্দিন শাহ
উত্তরসূরিইয়াহিয়া পেত্রা
প্রধানমন্ত্রী
তালিকা দেখুন
  • তুঙ্কু আবদুর রহমান
    তুন আবদুর রাজ্জাক
কেদাহর সুলতান
রাজত্ব১৪ জুলাই ১৯৫৮ – ১১ সেপ্টেম্বর ২০১৭
অভিষেক২০ ফেব্রুয়ারি ১৯৫৯
পূর্বসূরিসুলতান বাদলি শাহ
উত্তরসূরিসুলতান সালেহউদ্দিন
মুখ্যমন্ত্রী
তালিকা দেখুন
  • ইসমাইল ইয়াহিয়া
    উমর আবদুল্লাহ শাহাবউদ্দিন
    আহমেদ মাহমুদ শাহাবউদ্দিন
    নাহার শাহ শাহাবউদ্দিন
    উসমান আরফ
    সানুসি জুনিদ
    রাজাক জাইন বারাখবাহ
    মাহদজির খালিদ
    আজিজান আবদুর রাজ্জাক
    মুখরিজ মাহাথির
    আহমেদ বাশাহ
জন্ম(১৯২৭-১১-২৮)২৮ নভেম্বর ১৯২৭
আনাক বুকিত, আলোর সেতার, কেদাহ, ব্রিটিশ মালয়
মৃত্যু১১ সেপ্টেম্বর ২০১৭(2017-09-11) (বয়স ৮৯)
ইস্তানা আনাক বুকিত, আলোর সেতার, কেদাহ, মালয়েশিয়া
সমাধি১২ সেপ্টেম্বর ২০১৭
লঙ্গগর রাজকীয় কবরস্থান, আলোর সেতার, কেদাহ, মালয়েশিয়া
দাম্পত্য সঙ্গীতুঙ্কু বাহিয়াহ
সুলতানা হামিনাহ হামিদুন
বংশধর
বিস্তারিত
তুঙ্কু পুত্রা ইন্তান সাফিনাজ
তুঙ্কু সুরায়া
তুঙ্কু সারিনা
পূর্ণ নাম
তুঙ্কু আবদুল হালিম মুয়াজ্জম শাহ ইবনে আলমরহুম সুলতান বাদলিশাহ
পিতাসুলতান বাদলিশাহ
মাতাতুঙ্কু সুফিয়ান বিনতে তুঙ্কু মাহমুদ
ধর্মইসলাম (সুন্নি)
বন্ধ
দ্রুত তথ্য Kedah Royal Family ...
বন্ধ

প্রারম্ভিক জীবন

তুঙ্কু আবদুল হালিম ছিলেন সুলতান বাদলিশাহর দ্বিতীয় পুত্র। তিনি আলোর মেরাহ ও তিতি গাজাহ মালয় স্কুলে লেখাপড়া করেছেন। এরপর তিনি সুলতান আবদুল হামিদ কলেজে লেখাপড়া করেছেন। তিনি অক্সফোর্ডের ওয়াডহাম কলেজে পড়াশোনা করেছেন এবং সামাজিক বিজ্ঞান ও জনপ্রশাসনে ডিপ্লোমা অর্জন করেন। এরপর তিনি কেদাহর প্রশাসনিক দায়িত্বে যোগ দেন। তিনি আলোর স্টারের জেলা অফিসার ছিলেন। পরে রাষ্ট্রীয় কোষাগারে দায়িত্বপালন করেছেন।[1]

১৯৪৯ সালের ৬ আগস্ট আবদুল হালিম উত্তরাধিকারই নির্বাচিত হন। ১৯৫৮ সালের ১৫ জুলাই বাবার মৃত্যুর পর তিনি কেদাহর সুলতান হন।[2] ১৯৫৯ সালের ২০ ফেব্রুয়ারি তার অভিষেক হয়।[3]

প্রথমবার উপসম্রাট নির্বাচন

১৯৬৫ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৯৭০ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবদুল হালিম ডেপুটি ইয়াং দি-পেরতুয়ান আগং ছিলেন।

প্রথমবার সম্রাট নির্বাচন

Thumb
লন্ডনে রাষ্ট্রীয় সফরকালে রাণী দ্বিতীয় এলিজাবেথের সাথে আবদুল হালিম, ১৯৭৪

তুঙ্কু আবদুল হালিম মালয়েশিয়ার পঞ্চম সম্রাট নির্বাচিত হন। ১৯৭০ সালের ২১ সেপ্টেম্বর থেকে ১৯৭৫ সালের ২০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সম্রাট ছিলেন। তুঙ্কু সৈয়দ পুত্রা ও তুঙ্কু মিজান জয়নুল আবেদিন|মিজান জয়নুল আবেদিনের]] পর তিনি তৃতীয় কনিষ্ঠ সম্রাট।

দ্বিতীয়বার উপসম্রাট নির্বাচন

২০০৬ সালের ২ নভেম্বর আবদুল হালিম দ্বিতীয়বার ডেপুটি ইয়াং দি-পেরতুয়ান আগং নির্বাচিত হন। এই পদে নির্বাচিত হওয়া তিনি দ্বিতীয় ব্যক্তি।

দ্বিতীয়বার সম্রাট নির্বাচন

২০১১ সালের অক্টোবরে দ্বিতীয়বার সম্রাট নির্বাচিত হন। ১৩ ডিসেম্বর থেকে তার শাসনকাল শুরু হয়। তিনি মালয়েশিয়ার প্রথম সম্রাট যিনি দুই মেয়াদে দায়িত্বপালন করেছেন।[4]

দ্বিতীয় দফায় সম্রাট মনোনীত হওয়ার পর কেদাহর সুলতান হিসেবে তার দায়িত্বসমূহ তার ভাই তুঙ্কু আনোয়ার, তুঙ্কু সালাহউদ্দিন, তুঙ্কু আবদুল হামিদ সানি ও মেয়ে তুঙ্কু পুতেরি ইন্তান সাফিনাজকে নিয়ে গঠিত কাউন্সিলকে প্রদান করা হয়।[5] ২০১২ সাকের ১১ এপ্রিল তার অভিষেক হয়। অনুষ্ঠানে অন্যান্য মালয়ী শাসকদের সাথে ব্রুনাইয়ের যুবরাজ ও যুবরাজ্ঞী উপস্থিত ছিলেন।

পরিবার

তুঙ্কু আবদুল হালিম দুইবার বিয়ে করেছেন। তার স্ত্রীরা হলেন:

  1. তুঙ্কু বাহিয়াহ। ১৯৫৬ সালে তাদের বিয়ে হয়।[6] তাদের তিন মেয়ে রয়েছে।[7]
  1. তুঙ্কু হামিনাহ বিনতে হামিদুন। ১৯৭৫ সালে তাদের বিয়ে হয়।[8] আবদুল হালিমের দ্বিতীয় মেয়াদে তিনি রাজা পেরামাইসুরি আগং ছিলেন। তাদের কোনো সন্তান নেই।

৫০ বছর পূর্তি উৎসব

২০০৮ সালের ১৫ জুলাই কেদাহর সুলতান হিসেবে আবদুল হালিমের ৫০ বছর পূর্তি উৎসব হয়।[9] এই উপলক্ষে ১৫ জুলাইকে কেদাহতে ছুটি ঘোষণা করা হয়।[10]

সামরিক র‍্যাঙ্ক

তুঙ্কু আবদুল হালিম সেনাবাহিনীর ফিল্ড মার্শাল, নৌবাহিনীর এডমিরাল অব দ্য ফ্লিট এবং বিমানবাহিনীর মার্শাল পদের অধিকারী।[11]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.