নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সট (ইংরেজিতে:NYSE Euronext) (সাবেক NYSE Group Inc. এবং Euronext N.V.) একটি ইউরো-অ্যামেরিকান কর্পোরেশন যা কয়েকটি শেয়ার বাজার ও সিকিউরিটি এক্সচেঞ্জ পরিচালনা করে। এদের মধ্যে ইউরোনেক্সট, নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, NYSE Arca উল্লেখযোগ্য। এছাড়া NYSE রেগুলেশন নামক একটি সংস্থাও এই কর্পোরেশনটি পরিচালনা করে থাকে।

দ্রুত তথ্য ধরন, শিল্প ...
নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সট ইনকর্পোরেটেড
ধরনপাবলিক লিমিটেড কোম্পানি (NYSE: NYX, ইউরোনেক্সট: NYX)
শিল্পআর্থিক সেবা
প্রতিষ্ঠাকালএপ্রিল ৪, ২০০৭ 2007
বিলুপ্তিকাল২০১৩ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সদরদপ্তর,
প্রধান ব্যক্তি
ডানকান নিডরর (CEO), Jan-Michiel Hessels (Chairman of the board)
পরিষেবাসমূহসিকিউরিটি এক্সচেঞ্জ, আর্থিক বাজার, আর্থিক ব্যবস্থাপনা
আয়বৃদ্ধি ৪.৬৯ বিলিয়ন মার্কিন ডলার (FY 2009)[1]
সুদ ও করপূর্ব আয়
বৃদ্ধি ২৮৬ মিলিয়ন মার্কিন ডলার(FY 2009)[1]
নীট আয়
বৃদ্ধি ২১৯ মিলিয়ন মার্কিন ডলার(FY 2009)[1]
মোট সম্পদবৃদ্ধি ১৪.৪ বিলিয়ন মার্কিন ডলার(FY 2009)[2]
মোট ইকুইটিবৃদ্ধি ৬.৮৭ বিলিয়ন মার্কিন ডলার(FY 2009)[2]
কর্মীসংখ্যা
3৩,৬৭০(FTE, 2008) [3]
বিভাগসমূহনিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ, ইউরোনেক্সট, NYSE Arca, NYSE Liffe, NYSE Technologies
ওয়েবসাইটwww.nyseeuronext.com
বন্ধ

২০০৬ এর ৭ মার্চ নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ NYSE গ্রুপ গঠনের লক্ষ্যে আর্কিপেলাগো হোল্ডিংসকে ১০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে কিনে নেয়। NYSE গ্রুপ তার নিজস্ব শেয়ার বাজারে ২০০৬ এর ৮ মার্চে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জের ১,৩৩৬ টি সিটের মালিকগণ এই গ্রুপের ৮০,১৭৭ টি শেয়ার পায়। এছাড়া তারা নগদ ৩০০,০০০ ডলার ও ৭০,৫৭০ ডলার লভ্যাংশ লাভ করে। NYSE গ্রুপ এবং ইউরোনেক্সটের মধ্যে একত্রীকরণ ঘটে ২০০৭ এর ৪ এপ্রিল। এর ফলে বিশ্বের প্রথম ইকুইটি এক্সচেঞ্জ গঠিত হয়। পরবর্তিতে ২০০৭ সালের ২৬ জুলাই NYSE রেগুলেশন এবং ন্যাসড্যাকের মধ্যে একত্রীকরণ ঘটে। এর ফলে NYSE রেগুলেশন তখন থেকে কার্যত NYSE ইউরোনেক্সট কর্তৃক নিয়ন্ত্রীত হয় না।

শাখা অফিস

নিম্বোক্ত স্থানে নিউ ইউর্ক স্টক এক্সচেঞ্জ ইউরোনেক্সটের শাখা অফিস রয়েছে:

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.