শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

অশোকা (চলচ্চিত্র)

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার ইতিহাসিক চলচ্চিত্র উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

অশোকা (চলচ্চিত্র)
Remove ads

অশোকা (ইংরেজি: Aŝoka, দেবনাগরী: अशोक) ২০০১ সালের ভারতীয় মহাকাব্যিক ঐতিহাসিক নাট্য চলচ্চিত্র। পরিচালনা করেছেন সন্তোষ সিভান। এটি ভারতীয় মৌর্য রাজবংশের সম্রাট অশোকের প্রাথমিক জীবনযাত্রার নাট্য সংস্করণ। যিনি ৩য় শতাব্দীতে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ অঞ্চল শাসন করেন।

দ্রুত তথ্য অশোকা, পরিচালক ...

শাহরুখ খান, জুহি চাওলা এবং রাধিকা সাগুনি প্রযোজিত চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন সন্তোষ সিভান এবং সাকেট চৌধুরী। সঙ্গীত পরিচালনা করেছেন সন্দীপ চওতা এবং অনু মালিক। অভিনয়ে ছিলেন শাহরুখ খান, কারিনা কাপুর, ড্যানি ডেনজংপা, আজিথ কুমার, রাহুল দেব এবং হৃশিতা ভট্ট

এটি মূলত ভারতে অশোক দ্য গ্রেট শিরোনামে মুক্তি পায়। তামিলে মুক্তির শিরোনাম ছিলো সম্রাট অশোক

চলচ্চিত্রটি ব্যাপকভাবে যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকা জুড়ে প্রদর্শন করা হয়। এবং ভেনিস চলচ্চিত্র উৎসব এবং টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শণের জন্যে নির্বাচিত হয়, যেখানে এই চলচ্চিত্র ইতিবাচক সাড়া পায়।[] তবে, চলচ্চিত্রটি ভারতীয় সমালোচক ও দর্শকের মনপুত হয় নি[] এবং বক্স অফিসে ব্যর্থ হয়েছে।

Remove ads

অভিনয়ে

চলচ্চিত্রের অধিকাংশ চরিত্র ঐতিহাসিক ব্যক্তির কাল্পনিক সংস্করণ:

  • শাহরুখ খানঅশোক মৌর্য/পবন
    • করণ দিওয়ানি — তরুণ অশোক
  • কারিনা কাপুর — কলিঙ্গের রাজকুমারী কৌরভাকি
  • অজিত কুমারসুসিমা মৌর্য্য
  • ড্যানি ডেনজংপা — বিরনাট (কাল্পনিক)
  • রাহুল দেব — ভীম (কাল্পনিক)
  • হৃশিতা ভট্ট — সম্রাজ্ঞী দেবী
  • গ্রসেন ডা চুনাহ্ — সম্রাট বিন্দুসার
  • সুভাসিনী আলি — সম্রাজ্ঞী ধর্ম, অশোকের মা
  • উমেষ মেহরা — সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য্য
  • সুরজ বালাজি — রাজকুমার আর্য (কাল্পনিক)
  • জনি লিভার — মৌর্য সৈনিক
  • রাঘুভির যাদব — মৌর্য সৈনিক
  • সুরেষ মেনন — মৌর্য সৈনিক
  • শিল্পা মেহতা — সম্রাজ্ঞী, সুসিমা মৌর্যের মা
  • ভিনীত শার্মা — সুগাত্রা
  • বিবেক শার্মা — সুগিধা
  • সি. এল. গুরনানি — পণ্ডিত
  • মধু ভার্ষিত — ভিটাশোকা
  • মিথিলেশ চর্তুবেদীকলিঙ্গের প্রধানমন্ত্রী
  • শ্বেতা মেনন — নান্দানেশ্বারী, ফুল বিক্রেতা(কাল্পনিক)
  • গায়ত্রী জায়ারামান আইটেম উপস্থিতি
Remove ads

কলাকুশলী

  • শিল্প নির্দেশনা — সাবু সিরিল
  • পোশাক পরিকল্পনা — মনিশ মালহোত্রা এবং আনু বর্ধন

সঙ্গীত

সাউন্ড ট্র্যাক

দ্রুত তথ্য অশোকা: দ্য অরিজিনাল মোশন পিকচার সাউন্ডট্র্যাক, আনু মালিক কর্তৃক স্টুডিও অ্যালবাম ...

সকল গানের সুরকার আনু মালিক।

আরও তথ্য গানের তালিকা, নং. ...

পুরস্কার

আরও দেখুন

  • ঐতিহাসিক নাট্য চলচ্চিত্রের তালিকা
  • এশিয়ার ঐতিহাসিক নাট্য চলচ্চিত্রের তালিকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads