শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আকিজ গ্রুপ
শিল্প প্রতিষ্ঠান উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
আকিজ গ্রুপ হচ্ছে বাংলাদশের[১] সুপ্রতিষ্ঠিত ব্যবসায় প্রতিষ্ঠান। এই পিন্ডীভূত শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে টেক্সটাইল, তামাক, সিরামিক, প্রিন্টিং ও প্যাকেজিং, ঔষধ এবং ভোগ্য পন্য সহ আরো অনেক খাত রয়েছে। ২০০৯ সালে প্রতিষ্ঠানটি[২][৩] ৩৯০ মিলিয়ন ইউরো কর প্রদান করেছে এবং সর্বোচ্চ করদাতা হয়েছে, প্রতিষ্ঠানের মোট বাজেটের দুই শতাংশ দেশের জন্য দান করেছে। আকিজ গ্রুপ স্বাস্থ্যখাত, তথ্য ও যোগাযোগ, প্রযুক্তিতেও সেবা প্রদান করে।
১৯৪০ সালে আকিজ গ্রুপ প্রতিষ্ঠা লাভ করে, শিল্পপতি শেখ আকিজ উদ্দীন এই আকিজ গ্রুপ এর প্রতিষ্ঠাতা। সিগারেট ও অন্য ব্যবসায়ের অন্যান্য শাখায় প্রবেশের পূর্বে এটি ছিল শুধুমাত্র একটি পাট শিল্প।[৪][৫] শিশু শ্রমিকদের কাজে নিয়োগ দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি সমালোচনার সম্মুখীন হয়েছিল[৬]
Remove ads
ইতিহাস
আকিজ গ্রুপ ১৯৫০-এর দশকে শিল্পপতি শেখ আকিজউদ্দিন কর্তৃক সিগারেট উৎপাদন ব্যবসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। এরপর প্রতিষ্ঠানটি চাল, পাট, ধান ইত্যাদিসহ অন্যান্য ব্যবসায় প্রসার লাভ করে।[৭][৮]
২০০৯ সালে,[৯][১০] আকিজ গ্রুপ ৩৯০ মিলিয়ন ইউরো কর প্রদান করে, যা দেশের সর্ববৃহৎ স্থানীয় করদাতা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং জাতীয় বাজেটের প্রায় দুই শতাংশ অবদান রাখে। আকিজ স্বাস্থ্যসেবা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সেবাও প্রদান করে। ২০০৯ সালে এ প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার ছিল ৮৯ বিলিয়ন টাকা।[৭] ২০১৮ সালে, আকিজ তাদের তামাক বিভাগ জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল (জেটিআই)-এর কাছে ১.৪৭ বিলিয়ন মার্কিন ডলারে বিক্রি করে।[১১] এটি ছিল বাংলাদেশের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ।[১২]
Remove ads
কোম্পানির তালিকা
- আদ-দ্বীন ফাউন্ডেশন
- আকিজ অটোমোটিভ ইন্ডাষ্ট্রিজ
- আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড[১৩]
- আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেড[১৪]
- আকিজ সিরামিক কোম্পানি লিমিটেড
- আকিজ কম্পিউটার লিমিটেড
- আকিজ কর্পোরেশন লিমিটেড
- আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড[১৫][১৬]
- আকিজ গ্যাস কোম্পানি লিমিটেড
- আকিজ গ্যাস স্টেশন লিমিটেড
- আকিজ হোটেল এন্ড রিসোর্টস্
- আকিজ ইন্সটিটিউট অব টেকনোলজি
- আকিজ জুট মিলস লিমিটেড
- আকিজ ম্যাচ ফ্যাক্টরি লিমিটেড
- আকিজ মোটরস্
- আকিজ পার্টিক্যাল বোর্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড[১৭]
- আকিজ ফার্মাসিটিউক্যালস্ লিমিটেড
- আকিজ প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেড
- আকিজ রিয়েল স্টেট লিমিটেড
- আকিজ সিকিউরিটিজ লিমিটেড
- আজিক টেক্সটাইল লিমিটেড
- আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড
- আকিজ বেকার্স লিমিটেড
- আকিজ জর্দা ফ্যাক্টরি লিমিটেড
- এস.এ.এফ. ইন্ডাস্ট্রিজ লিমিটেড
- আকিজ ফাউন্ডেশন স্কুল ও কলেজ (উত্তরা,মানিকগঞ্জ এবং মোহাম্মদপুর)[১৮]
- আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজ
- আকিজ রাইস মিল ইন্ডাস্ট্রিজ
- আকিজ ফ্লোর মিল ইন্ডাস্ট্রিজ
- আকিজ সিরামিক লিমিটেড
- আকিজ প্লাস্টিকস্
- আকিজ টোব্যাকো কোম্পানি লিমিটেড
- আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads