শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

আব্বাস-মস্তান

ভারতীয় চলচ্চিত্র পরিচালক জুটি উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আব্বাস-মস্তান
Remove ads

আব্বাস-মস্তান হলেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা জুটি দুই ভাই আব্বাস আলিভাই বার্মাওয়ালামস্তান আলিভাই বার্মাওয়ালা[] এই জুটি সাসপেন্স, অ্যাকশন এবং রোমান্টিক থ্রিলার হিন্দি চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত।[][][]

দ্রুত তথ্য আব্বাস-মস্তান, জন্ম ...

কর্মজীবন

আব্বাস বার্মাওয়ালা, মস্তান বার্মাওয়ালা এবং তাদের ভাই হুসেন বার্মাওয়ালা চলচ্চিত্রে সম্পাদক হিসেবে তাদের কর্মজীবন শুরু করেন। পরে তারা গোবিন্দভাই প্যাটেলের সাথে সহকারী পরিচালক হিসেবে বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করার জন্য যোগ দেন। প্যাটেল যখন গুজরাটি চলচ্চিত্র সাজন তারা সম্ভারনা (১৯৮৫) পরিচালনার সুযোগ প্রত্যাখ্যান করেন, তখন আব্বাস-মাস্তান এই চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালক হিসেবে তাদের কর্মজীবন শুরু করেন।[]

পরিচালক হিসেবে তাদের প্রথম হিন্দি চলচ্চিত্র ছিল অগ্নিকাল (১৯৯০)। তারপর তারা ১৪টিরও বেশি হিন্দি চলচ্চিত্র পরিচালনা করেছেন।[] তারা বার্মাওয়ালা পার্টনার্স নামে তাদের নিজস্ব প্রোডাকশন হাউস চালু করেছেন।[]

এশিয়ান একাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন তাদের দুজনকেই আন্তর্জাতিক ফিল্ম অ্যান্ড টেলিভিশন ক্লাবের আজীবন সদস্যপদে সম্মানিত করেছে।

Remove ads

চলচ্চিত্রের তালিকা

আরও তথ্য বছর, চলচ্চিত্র ...
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads