শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
আরকুম শাহ
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
শাহ আরকুম আলী (জন্ম: ১৮৭৭ - মৃত্যু: ১৯৪১) ছিলেন বাংলাদেশের একজন আধ্যাত্মিক সাধক ও সূফী।[১]
Remove ads
রচনাবলী
আরকুম শাহ মূলত আধ্যাত্মিক ও ভক্তিমূলক গানের রচয়িতা।[২]
আরকুম শাহ'র জনপ্রিয় কয়েকটি গানঃ
1. আজি দরশন মিলন হইলো এখন
রাধা কানাই প্রেম লীলা বৃন্দাবন
2. সোনার পিঞ্জিরা আমার কইরা গেলায় খালিরে
হায়-রে আমার যতনের পাখি
সুয়ারে, একবার পিঞ্জিরায় আও দেখি
আজ্ঞা মতে এই দেহাতে কইলা পরবাস
এখন কেন যাও ছাড়িয়া করিয়া নৈরাশ -রে
3. কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে
4. দুনিয়া পিরিতের বাজার
5. যদি হইতে চাও
6. রজ্ঞীলা বারই
7. আশিক ছাড়া পুরুষ-নারী
আমার সব নিলো চোরে আগে তো জানিনা চোরা থাকে আমার ঘরে॥
[৩]১৯৪০ সনে তার গানের সংকলন 'হকিকতে সিতারা' প্রকাশিত হয়। এ ছাড়া লোকগবেষক সুমনকুমার দাশের সম্পাদনায় ‘আরকুম শাহ রচনাসমগ্র’ প্রকাশ করেছে ঢাকার উৎস প্রকাশন।[৪]
সিলেটি নাগরীলিপিতে বেশ কিছু গ্রন্থ লিখেছিলেন আরকুম শাহ। ১৩০৪ বঙ্গাব্দের ভূমিকম্প নিয়ে তিনি কাবিননামা নামের কবিতা পুস্তক রচনা করেন। অধ্যাত্ম সাধনার উপলব্ধির আলোকে রচনা করেন হকিকতে সিতারা। প্রকাশকাল ১৯০৪ খ্রিস্টাব্দ।
আরকুম শাহ চিশতিয়া তরিকা অনুসরন করতেন। খাজা মঈনুদ্দিন চিশতির কথা শ্রদ্ধা ভরে লিখেছেন-
"খাজার পেরমের পশার মধুর ভানডার। জে চেএ আজমির জাএ হইআ খরিদদার॥ এশকেত শরাবের দরিআ মুলুক হিন্দুছতানে। খালি মশক ভরা হএ চরনের গুনে॥
তথ্যসূত্র - সিলেটি নাগরীলিপি সাহিত্যের চরিতাভিধান - মোস্তফা সেলিম
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads