শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

আসানসোল-টাটানগর-খড়গপুর লাইন

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

আসানসোল-টাটানগর-খড়গপুর লাইন
Remove ads

আসানসোল-টাটানগর-খড়গপুর লাইন হল পূর্ব ভারতের একটি রেল লাইন।এই লাইনটি হাওড়া-দিল্লি লাইনহাওড়া-নাগপুর-মুম্বই লাইনকে যুক্ত করেছে।

দ্রুত তথ্য আসানসোল–টাটানগর–খড়গপুর লাইন সঙ্গে আদ্রা-গোমোহ এবং টাটানগর-বাদামপাহাড় শাখা লাইন, সংক্ষিপ্ত বিবরণ ...
Remove ads

ইতিহাস

এলাহাবাদকে এড়িয়ে হাওড়া থেকে মুম্বই থেকে একটি কম দূরত্বের রেলপথ স্থাপনের লক্ষে বিলাসপুর, টাটানগর হয়ে লাইনটি আসানসোল পর্যন্ত সম্প্রসারিত করা হয়। ১৮৯১ সালের ১ ফেব্রুয়ারি হাওড়া দিল্লি মেন লাইনের উপর নাগপুর থেকে আসানসোল পর্যন্ত বেঙ্গল নাগপুর রেলওয়ে মেন লাইনটি পণ্য পরিবহনের জন্য খুলে দেওয়া হয়।[]

অন্য দিকে খড়গপুর -টাটানগর রেলপথ স্থাপন শেষ হলে আসানসোল-টাটানগর-খড়গপুর লাইন সম্পূর্ণ হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads