শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ইউরিক অ্যাসিড

রাসায়নিক যৌগ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ইউরিক অ্যাসিড
Remove ads

ইউরিক অ্যাসিড হলো কার্বন, হাইড্রোজেন নাইট্রোজেনের হেয়ারোসাইক্লিক যৌগ যার রাসায়নিক সংকেত C5H4N4O3। এটি আয়ন ও লবণ তৈরি করে যা ইউরেট ও অ্যাসিড ইউরেট নামে পরিচিত, যেমন-অ্যামোনিয়াম অ্যাসিড ইউরেট। ইউরিক অ্যাসিড হলো পিউরিন নিওক্লিওটাইডের বিপাকীয় ভাঙ্গনের ফলে তৈরি দ্রব্য এবং এটি মূত্রের এক্টি সাধারণ উপাদান।ইউরিক অ্যাসিডের উচ্চ রক্তপ্রবাহ গেঁটেবাঁতের দিকে ধাবিত করে এছাড়া এটি ডায়াবেটিস ও অ্যামোনিয়াম অ্যাসিড ইউরেট কিডনি পাথর তৈরির মত শারীরিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত।

দ্রুত তথ্য নামসমূহ, বৈশিষ্ট্য ...
Remove ads

রসায়ন

সুয়েডীয় রসায়নবিদ কার্ল ভিলহেল্ম শেলে ১৭৭৬ সালে কিডনির পাথর থেকে প্রথম ইউরিক অ্যাসিড পৃথক করেন।[] ১৮৮২ সালে ইভান হরবাচেভস্কি ইউরিয়াকে গ্লাইসিনের সাথে গলিয়ে প্রথম ইউরিক অ্যাসিড সংশ্লেষণ করেন।[]

ইউরিক অ্যাসিড ল্যাকটাম-ল্যাকটিম টটোমারিতা প্রদর্শন করে।(মাঝে মাঝে অবশ্য কিটো-এনোল টটোমারিতা হিসেবে বর্ণনা করা হয়) ইউরিক অ্যাসিড হল একটি ডিপ্রোটিক অ্যাসিড যার অম্লত্ব ধ্রুবক pKa1 = ৫.৪ এবং pKa2 = ১০.৩[]

ইউরিক অ্যাসিড এবং ইউরটের টটোমারসমূহ
Thumb
ThumbpKa1
Thumb
ল্যাকটাম অবস্থাল্যাকটিম অবস্থাইউরেট আয়ন
Remove ads

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads