শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি

বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি
Remove ads

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (বাংলা: আন্তর্জাতিক ব্যবসায়, কৃষি এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।[] ১৯৯১ সালের বেসরকারী বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বিশ্ববিদ্যালয়টি স্থাপন করা হয়।[] ১৯৯২ সালে বিশ্ববিদ্যালয়টি ডিগ্রি প্রদান শুরু করে। থাইল্যান্ডের অ্যাসাম্পশন ইউনিভার্সিটি অব ব্যাংককের সাথে তাদের সহযোগিতা চুক্তি রয়েছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ এর সদস্য।[]

দ্রুত তথ্য নীতিবাক্য, ধরন ...
Remove ads

ক্যাম্পাস

আইইউবিএটির সুবৃস্তিত ক্যাম্পাসের আয়তন ৫.২ একর। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তুরাগ নদীর তীরে অবস্থিত।

অনুষদসমূহ

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ

  • ইলেক্ট্রিকাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
    • ব্যাচেলর অব সাইন্স ইন ইলেক্ট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
  • কম্পিউটার প্রকৌশল বিভাগ
    • ব্যাচেলর অব সাইন্স ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
    • ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • পুরকৌশল বিভাগ
    • ব্যাচেলর অব সাইন্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ,আইইবি অনুমোদিত)
  • যন্ত্রপ্রকৌশল বিভাগ
    • ব্যাচেলর অব সাইন্স ইন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং

কৃষি অনুষদ

  • ব্যাচেলর অব সাইন্স ইন এগ্রিকালচার

ব্যবসা প্রশাসন অনুষদ

  • ব্যাচেলর অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন
  • মাস্টার অব বিসনেস অ্যাডমিনিস্ট্রেশন

নার্সিং অনুষদ

  • ব্যাচেলর অব সাইন্স ইন নার্সিং (বাংলাদেশ নার্সিং কাউন্সিল অনুমোদিত)

পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা অনুষদ

  • ব্যাচেলর অব আর্টস ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট

কলা ও  বিজ্ঞান অনুষদ

  • ব্যাচেলর অব আর্টস ইন ইকোনমিক্স
  • ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ
Remove ads

গ্রন্থাগার

বিশ্ববিদ্যালয়টির গ্রন্থগারে আছে প্রায় ১৭,৭৭০ টি বই, ৭৬০ টি জার্নাল, ২৭৯৩ টি প্রাকটিকাম রিপোর্ট, ১২২ টি ক্যাসেট ও ৭০০ ডিভিডি এবং সিডি। বিশ্ববিদ্যালয়টির ছুটির দিন ব্যতীত সাধারনত সকাল ৮.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত এটি খোলা থাকে।

ক্লাব

বিশ্ববিদ্যালয়টির সর্বমোট ৮টি ক্লাব আছে।

  • ১. আইইউবিএটি রয়্যাল ক্লাব
  • ২. আইইউবিএটি ব্লু
  • ৩. আইইউবিএটি গোল্ড
  • ৪. আইইউবিএটি জাগুয়ার
  • ৫. আইইউবিএটি আইটি সোসাইটি: কম্পিউটার বিশেষ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে একটি সংগঠন। যেটা ছাত্র সম্পর্ক, ফিন্যান্স, একাডেমিক, সংস্কৃতি, ক্রীড়া, প্রকাশনা, এবং মিডিয়া, গণিত ক্লাব, পোগ্রামিং ক্লাব, রোবটিক্স ক্লাব নামে ৮ টি গ্রুপে বিভক্ত। বর্তমান কমিটিতে এর সদস্য সংখ্যা ৪৮।
  • ৬. আইইউবিএটি প্রোগ্রামিং ক্লাব
  • ৭. আইইউবিএটি রোয়াক্ট ক্লাব
  • ৮. আইইউবিএটি রোবোটিক্স ক্লাব
Remove ads

স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার

বিশ্ববিদ্যালয়টি প্রতি সেমিস্টারে বিভিন্ন ধরনের স্কলারশীপ, বৃত্তি এবং ওয়েভার দিয়ে থাকে।

চিত্রশালা


তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads