শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ইন্ডিয়া টুডে
ভারতীয় সংবাদ পত্রিকা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ইন্ডিয়া টুডে একটি পাক্ষিক ম্যাগাজিন যা ইংরেজি ভাষায় ভারত থেকে প্রকাশিত হয়।[১] ম্যাগাজিনটি প্রকাশ করে লিভিং মিডিয়া ইন্ডিয়া লিমিটেড।[২]

ইতিহাস
ইন্ডিয়া টুডেপ্রথম প্রকাশিত হয় ১৯৭৫ সালে।[৩] ম্যাগাজিনটির প্রথম সম্পাদক ছিলেন মধু ত্রেহান।[৪][৫] বর্তমানে ম্যাগাজিনটি ইংরেজির পাশাপাশি ইংরেজির পাশাপাশি হিন্দি,কন্নড়,তামিল,মালয়ালম ও তেলুগু ভাষায়ও সংস্করণ প্রকাশ করে থাকে।
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads