শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ইন্তেখাব দিনার
বাংলাদেশী অভিনেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ইন্তেখাব দিনার বাংলাদেশী টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।[১] তিনি সালাহউদ্দিন লাভলু পরিচালিত ঘোর নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[২]
Remove ads
কর্মজীবন
১৯৯৫ সালে দিনার নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগদান করেন। নুরুল দিনের সারজীবন, ওচলাইতন, মৃত্যু সংবাদ, গ্যালিলিও, দেওয়ান গাজীর কিস্সা, শঙ্খ চিল সহ একাধিক মঞ্চনাটকে অভিনয় করেছিলেন।[২] সালাউদ্দিন লাভলু পরিচালিত "ঘোর" নাটকে অভিনয় করে টেলিভিশন নাটকে আত্মপ্রকাশ করেন।[২]
এছাড়াও তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। প্রথম অভিনয় করেন তৌকীর আহমেদের জয়যাত্রায়, এরপর বাদল রহমানের ছানা ও মুক্তিযুদ্ধ, বদরুল আনাম সৌদের খণ্ডগল্প ’৭১, তামিম নূরের ফিরে এসো বেহুলা' ও মুরাদ পারভেজের বৃহন্নলা চলচ্চিত্রে।[৩]
Remove ads
ব্যক্তিগত জীবন
ইন্তেখাব দিনার ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন।[৪] তার বাবা শহিদুল আলম ও মা লায়লা নার্গিস। এক ভাই বোনের মধ্যে তিনিই বড়। তিনি ২০১৩ সালে অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ কে বিবাহ করেন।[৫] তাদের একমাত্র কন্যা সন্তানের নাম উর্বানা শওকত।
তিনি গভঃ ল্যাবরেটরি স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। উচ্চমাধ্যমিক পাশ করেন সরকারী বিজ্ঞান কলেজ থেকে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং এ গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন।[৪]
Remove ads
চলচ্চিত্র
ওয়েব ধারাবাহিক
টেলিভিশন নাটক
Remove ads
পুরস্কার ও মনোনয়ন
- চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
- চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
- ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads