শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ইভান রাকিতিচ
ক্রোয়েশীয় ফুটবলার উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ইভান রাকিতিচ (ক্রোয়েশীয়: Ivan Rakitić; জন্ম: ১০ মার্চ ১৯৮৮) হলেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব সেভিয়া এবং ক্রোয়েশিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
রাকিতিচ তার পেশাদার কর্মজীবন শুরু করেন এফসি বাসেলে এবং সেখানে দুই মৌসুম কাটান। এরপর তিনি চলে যান জার্মানির ক্লাব শালকে ০৪ এ। জার্মান বুন্দেসলিগায় সাড়ে তিন মৌসুম কাটানোর পর, ২০১১ সালের জানুয়ারিতে তিনি সেভিয়াতে যোগ দেন। দুই বছর পর, তিনি ক্লাবের অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তাদের ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০১৪ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন। ২৫ অগাস্ট, ২০১৪ বার্সেলোনার হয়ে তার অভিষেক হয়।
রাকিতিচ সুইজারল্যান্ডের বয়সভিত্তিক প্রকল্পের অংশ ছিলেন। তিনি সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। ২০০৯ সালে রাকিতিচ ক্রোয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলে যোগ দেন। ২০০৭ সালে ক্রোয়েশিয়ার হয়ে তার অভিষেক হয়। এরপর থেকে তিনি জাতীয় দলের হয়ে উয়েফা ইউরো ২০০৮, উয়েফা ইউরো ২০১২, ২০১৪ ফিফা বিশ্বকাপ, উয়েফা ইউরো ২০১৬ ও ২০১৮ ফিফা বিশ্বকাপ এ অংশগ্রহণ করেছেন। তিনি ২০১৮ বিশ্বকাপে রানার-আপ পদক অর্জন করেন।
Remove ads
পরিসংখ্যান
ক্লাব
আন্তর্জাতিক
- ১৫ জুলাই ২০১৮ পর্যন্ত হালনাগাদকৃত।[৬]
Remove ads
অর্জন
ক্লাব
- বাসেল[৭]
- সুইস কাপ: ২০০৬–০৭
- সেভিয়া[৭]
- উয়েফা ইউরোপা লিগ: ২০১৩–১৪
- বার্সেলোনা[৮]
- লা লিগা: ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৭–১৮
- কোপা দেল রে: ২০১৪–১৫, ২০১৫–১৬, ২০১৬–১৭, ২০১৭–১৮
- স্পেনীয় সুপার কাপ: ২০১৬, ২০১৮
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ: ২০১৪–১৫
- উয়েফা সুপার কাপ: ২০১৫
- ফিফা ক্লাব বিশ্বকাপ: ২০১৫
আন্তর্জাতিক
- ফিফা বিশ্বকাপ রানার-আপ: ২০১৮[৯]
ব্যক্তিগত
- সুইস সুপার লিগ বর্ষসেরা তরুণ খেলোয়াড়: ২০০৬–০৭
- সুইস সুপার লিগ মৌসুমসেরা গোল: ২০০৬–০৭
- বিবিভিএ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড:২০১৩–১৪
- লা লিগা মাসসেরা খেলোয়াড়:জানুয়ারি ২০১৪
- উয়েফা ইউরোপা লিগ ফাইনাল ম্যাচসেরা খেলোয়াড়: ২০১৪
- লা লিগা মৌসুমসেরা দল: ২০১৩–১৪, ২০১৪–১৫
- উয়েফা ইউরোপা লিগ মৌসুমসেরা দল:২০১৩–১৪
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ মৌসুমসেরা দল:২০১৪–১৫
- ক্রোয়েশিয়া বর্ষসেরা ফুটবলার: ২০১৫
- ক্রোয়েশিয়া বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব: ২০১৫
- ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ চতুর্থ দল: ২০১৬[১০]
- ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশ পঞ্চম দল:: ২০১৫[১১]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads