শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ইয়াশ রোহান
বাংলাদেশি অভিনেতা, মডেল ও পরিচালক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ইয়াশ রোহান (জন্ম: ২২ ডিসেম্বর ১৯৯০) একজন বাংলাদেশী অভিনেতা, মডেল এবং পরিচালক।[১][২][৩] গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার উল্লেখযোগ্য কাজ হল স্বপ্নজাল (২০১৮), মায়াবতী (২০১৯), নেটওয়ার্কের বাইরে (২০২১), পরাণ (২০২২) এবং দেশান্তর (২০২২)।
Remove ads
কর্মজীবন
বড় পর্দায় অভিষেকের আগে ২০১৫ সালে তিনি ডুব শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছিলেন।[৪] এছাড়া, ২০১৬ সালে লাল কাগজের টাকা শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছিলেন ইয়াশ রোহান।[২] ২০১৮ সালের ৬ এপ্রিল স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার।[৫][৬][৭] এরপর তিনি ইতি, তোমারই ঢাকা চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন।[৮][৯] এরপর ২০১৮ সালে তার অভিনীত একটি ওয়েব চলচ্চিত্র রূপকথা বায়োস্কোপ লাইভে মুক্তি পায়।[১০][১১]
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে তার অভিনীত টি স্টল ও কিন্তু, যদি এমন হতো? শিরোনামের দুইটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি পায়।[১২][১৩][১৪] এরপর, তার অভিনীত গন কেস শিরোনামের একটি ওয়েব ধারাবাহিক মুক্তি পায়।[১৫][১৬] ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তার অভিনীত চলচ্চিত্র মায়াবতী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[১৭][১৮][১৯] বড়পর্দায় অভিনয়ের পাশাপাশি টেলিভিশনের পর্দায় নাটক ও টেলিফিল্মে অভিনয় করেছেন তিনি।তারপর ২০২২ সালে আসে রায়হান রাফি পরিচালিত পরাণ চলচ্চিত্রে তার অভিনয় সাধারণ দর্শক খুবই ভালোভাবে নিয়েছেন।
Remove ads
চলচ্চিত্র তালিকা
অভিনেতা হিসেবে
Remove ads
ওয়েব ধারাবাহিক
পরিচালক হিসেবে
টিভি নাটক ও টেলিফিল্ম
- আগন্তুক[২০]
- আমাদের সমাজবিজ্ঞান[২১]
- কাঙ্ক্ষিত প্রহর[২২]
- খাম ভর্তি মন[২৩]
- চাকা[২৪]
- ড্রিম অ্যান্ড লাভ[২৫]
- পরীর সাথে বিয়ে[২৬]
- ফেসবুক ছাড়ার ছয়টি উপায়[২৭]
- বিবাহ বিভ্রাট[২৮]
- বেদের মেয়ে[২৯]
- ভূত হইতে সাবধান[৩০]
- মিস শিউলি[৩১]
- রং বেরং[২৭]
- রোদের ভিতর রাত[৩২]
- সাজানো বনবাস[২৭]
- সুখ[৩৩]
- ভাইরাল ভাইরাস (২০২১)[৩৪]
- কষ্টনীড়
- উইশ কার্ড[৩৫][৩৬][৩৭]
ব্যক্তিজীবন
ইয়াশ রোহানের বাবা নরেশ ভূঁইয়া ও মা শিল্পী সরকার অপু বিনোদন অঙ্গনের সাথে জড়িত।[৩৮][৩৯] ২০১৮ সালের স্বপ্নজাল চলচ্চিত্রে ইয়াশ তার বাবা-মায়ের সাথে একসাথে অভিনয় করেন।[৪০]
ইয়াশের পদার্থবিদ্যার প্রতি প্রচণ্ড আকর্ষণ রয়েছে এবং শৈশবে তিনি একজন পদার্থবিদ হতে চেয়েছিলেন।[৪১]
পুরস্কার ও মনোনয়ন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads