শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

এন১০২ (বাংলাদেশ)

বাংলাদেশের একটি জাতীয় মহাসড়ক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

এন১০২ (বাংলাদেশ)
Remove ads

জাতীয় মহাসড়ক ১০২ বা এন১০২ বা কুমিল্লা-সিলেট মহাসড়ক বাংলাদেশের একটি মহাসড়ক, যা চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগের মধ্যে সংযোগ স্থাপন করেছে।[][]

দ্রুত তথ্য জাতীয় মহাসড়ক ১০২, পথের তথ্য ...
Remove ads

বিবরণ

মহাসড়কটি কুমিল্লা ও সিলেটে জেলাকে সংযুক্ত করেছে। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সারাইল উপজেলা থেকে কুমিল্লার ময়নামতি পর্যন্ত গেছে যার দৈর্ঘ্য প্রায় ৮২ কিলোমিটার (৫১ মাইল)। মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল, ব্রাহ্মণবাড়িয়া সদরকসবা উপজেলা হয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়াবুড়িচং উপজেলার মধ্য দিয়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া সেকশন

৪১ কিলোমিটার (২৫ মাইল) দৈর্ঘ্যের, ব্রাহ্মণবাড়িয়া সেকশনটি সরাইল উপজেলার বিশ্ব রোড ক্রসিং থেকে শুরু হয়েছে। বিশ্ব রোড ক্রসিংয়ে এটি এন২-এর সাথেও সংযুক্ত।

কুমিল্লা সেকশন

৪১ কিলোমিটার (২৫ মাইল) দৈর্ঘ্যের, কুমিল্লা সেকশনটি ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর থেকে শুরু হয়েছে।

Remove ads

আরও দেখুন

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads