শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
এর্নেস্তো ভালভেরদে
সাবেক স্পেনি পেশাদার ফুটবলার। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
এর্নেস্তো ভালভেরদে তেজেদোর (জন্মঃ ৯ ফেব্রুয়ারি ১৯৬৪) একজন সাবেক স্প্যানিশ পেশাদার ফুটবলার যিনি ফরোয়ার্ড হিসেবে খেলতেন।
লা লিগায় মোট দশ সিজনে তিনি ২৬৮ ম্যাচে ৭৭ গোল করতে সক্ষম হন। ১৪ বছরের পেশাদার জীবনে তিনি মোট ৬টি দলের হয়ে খেলেন যার মধ্যে রয়েছে বার্সেলোনা, অ্যাথলেতিক বিলবাও এবং এস্পানিওল।
ভালভেরদে পরবর্তিতে লম্বা কোচিং জীবনে প্রবেশ করেন যেখানে তিনি উপরিক্ত তিনটি সহ মোট ৭টি দলকে কোচিং করিয়েছেন।
Remove ads
ম্যানেজার হিসবে পরিসংখ্যান
- ২৩ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।
Remove ads
অর্জন
খেলোয়াড় হিসেবে
- বার্সেলোনা
- কোপা দেল রে: ১৯৮৯-৯০
- উয়েফা কাপ উইনার্স কাপ: ১৯৮৮-৮৯
- এস্পানিওল
- উয়েফা কাপ: রানার আপ ১৯৮৭-৮৮
ম্যানেজার হিসেবে
- এস্পানিওল
- উয়েফা কাপ: রানার আপ ২০০৬-০৭
- অলিম্পিয়াকোস
- সুপারলিগ গ্রিস: ২০০৮-০৯, ২০১০-১১, ২০১১-১২
- গ্রিক ফুটবল কাপ: ২০০৮-০৯, ২০১১-১২
- অ্যাথলেতিক বিলবাও
- স্পেনীয় সুপার কাপ: ২০১৫
- বার্সেলোনা
- লা লিগা: ২০১৭-১৮, ২০১৮-১৯
- কোপা দেল রে: ২০১৭-১৮
- স্পেনীয় সুপার কাপ: ২০১৮; রানার আপ: ২০১৭
ব্যক্তিগত
- উয়েফা লা লিগা বর্ষসেরা কোচ: ২০১৫-১৬
Remove ads
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads