শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কঙ্কাল

কোন প্রাণির গাঠনিক কাঠামো উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কঙ্কাল
Remove ads

কঙ্কাল(ইংরেজি:Skeleton) (গ্রীক σκελετός, skeletos "শুকনো শরীর", "মমি"[]) কোন প্রাণির গাঠনিক কাঠামো। দুই ধরনের কঙ্কাল আছে: বহিঃকঙ্কাল, যা প্রাণির বহিঃআবরণ, এবং অন্তঃকঙ্কাল, যা শরীরের অভ্যন্তরীণ কাঠামোকে রক্ষা করে।

Thumb
অস্ট্রেলিয়ার সিডনিতে মানুষ ও ঘোড়ার কঙ্কাল প্রদর্শনী।
Thumb
শ্রীলঙ্কার কলম্বো জাতীয় যাদুঘরে Heiyantuduwa Raja(হাতি) কঙ্কাল।
Thumb
মানবকঙ্কালের বিভিন্ন অংশ
Remove ads

কঙ্কালের প্রকারভেদ

বহিঃকঙ্কাল

বাহির থেকে যে কঙ্কাল দেখা যায় তাকে বহিঃকঙ্কাল বলে।বহিঃকঙ্কাল হল নখ,দাঁত,চুল ইত্যাদি।

অন্তঃকঙ্কাল

কঙ্কালের যে অংশগুলো দেহের ভিতর অবস্থান করে তাকে বলা হয় অন্তঃকঙ্কাল। অস্থি এবং তরুণাস্থি দিয়ে এই কঙ্কালতন্ত্র গঠিত। [তথ্যসূত্র প্রয়োজন]

অস্থির সংজ্ঞা

মানব দেহের রক্তবাহ যুক্ত যে যোজক কলা দেহকাঠামো গঠন করে ও ভার বহন করে তাকে অস্থি বলা হয়। অস্থি এক প্রকার দৃঢ় ও স্থায়ী যোজক কলা।

অস্থির উপাদান

১. অজৈব বস্তু ও ক্যালসিয়াম - ৫০%
২. পানি - ৪০-৫০%
৩. জৈব বস্তু - ২৫%[তথ্যসূত্র প্রয়োজন]

অস্থির প্রকারভেদ

  1. দীর্ঘ অস্থি : ফিমার , হিউমেরাস.
  2. খর্ব বা ক্ষুদ্র অস্থি : ফ্যালাঞ্জেস, কার্পাল
  3. অনিয়তকার অস্থি : মেরুদণ্ডের অস্থি
  4. চ্যাপ্টা অস্থি : স্টার্নাম
  5. সিসময়েড অস্থি : প্যাটেলা

অস্থির কাজ

  1. দেহের কাঠামো গঠন করে
  2. অস্থি সন্ধি দেহ সঞ্চালনে সাহায্য করে
  3. দেহে খনিজ পদার্থের আধার হিসাবে কাজ করে
  4. অস্থির অভ্যন্তরীণ লোহিত অস্থিমজ্জা রক্ত কণিকা উৎপন্ন করে।

মানব দেহের অস্থি সমূহ

মানব দেহের কঙ্কাল কে দু ' ভাগে ভাগ করা হয়

  1. অক্ষীয় কঙ্কাল
  2. উপাক্ষীয় কঙ্কাল

অক্ষীয় কঙ্কাল

অক্ষীয় কঙ্কাল কে আবার দু ' ভাগে ভাগ করা হয়

  1. করোটির অস্থি
  2. মুখমন্ডলের অস্থি

করোটির অস্থি

করোটি বা ক্রেনিয়াম এর অস্থি সমূহের নাম

  1. ফন্টাল - ১ টি
  2. প্যারাইটাল - ২ টি
  3. টেম্পোরাল - ২ টি
  4. অক্সিপিটাল - ১ টি
  5. স্পেনয়েড - ১ টি
  6. এথময়েড - ১ টি

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads