শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কটক জেলা
ওড়িশার একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কটক জেলা(ওড়িয়া: କଟକ ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. কটক জিল্লা) ওড়িশার একটি প্রাচীনতম জেলা। কটক এই জেলার সদর দপ্তর এবং একটি গুরুত্বপূর্ণ শহর এবং ওড়িশার বাণিজ্যিক রাজধানী নামে পরিচিত।[১]
Remove ads
কৃষি
কটক শহরের উত্তরে মহানদী নদী এবং এর দক্ষিণে কাঠযোড়ি নদী প্রবাহিত। নানা ধরনের শিল্প প্রতিষ্ঠান থাকা সত্বেও জেলার ৭৬ শতাংশ মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। এ জেলার উপর দিয়ে প্রবাহিত অসংখ্য নদী এবং খাল একে কৃষিপ্রধান অঞ্চলে পরিণত করেছে। ধান, কলাই (ডাল জাতীয় শস্য), হলুদ, আখ, তেল বীজ, পাট, নারিকেল এই জেলার প্রধান শস্য। কটক প্রধান শস্য-রপ্তানিকারক জেলা হিসেবে ওড়িশার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।[১]
Remove ads
শিল্প
এখানে অনেক বড় ও মাঝারি শিল্প রয়েছে। উদাহরণ হিসেবে ইন্ডিয়ান মেটাল্স এন্ড ফেরো অ্যলয়স লিমিটেড, প্রদীপ অক্সিজেন প্রাইভেট লিমিটেড এবং চুম্বক শিল্পের নাম উল্লেখ করা যায়। এছাড়াও এখানে রাসায়নিক, বস্ত্র, চামড়া শিল্পসহ আরো অনেক ধরনের ছোট ও ক্ষুদ্র শিল্প রয়েছে। ভারতের স্বনামধন্য ও আন্তর্জাতিক অনেক শিল্প প্রতিষ্ঠানের শাখা রয়েছে এখানে। যেমনঃ ওডিশা সিমেন্ট লিমিটেড, টাটা পাওয়ার, ভিসা পাওয়ার, নীলাচল পাওয়ার, আরতি স্টিল্স লিমিটেড ইতাদি। হস্ত ও কুটির শিল্পের জন্য এ জেলার রয়েছে বিশেষ খ্যাতি। রৌপ্য শিল্পের জন্য এই জেলা বিখ্যাত।[১]
Remove ads
ভাষা
কটক জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
শিক্ষা প্রতিষ্ঠান
এ জেলায় অনেক গুনগত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেমন- মাধ্যমিক বোর্ড উচ্চ বিদ্যালয়, মধুসুদন আইন মহাবিদ্যালয়, রেভেন্সা বিশ্ববিদ্যালয় ইত্যাদি। এছাড়াও এখানে অনেক টেকনিক্যাল ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান রয়েছে। যেমন- ভুবনানন্দ ওড়িশা স্কুল এন্ড ইঞ্জিনিয়ারিং (BOSE), ইন্সটিটিউট অব প্রফেশনাল স্টাডিজ এন্ড রিসার্চ (IPSAR), ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, (ITT), জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ওড়িশা (NLU), শ্রী শ্রী বিশ্ববিদ্যালয়, জাতীয় ধান গবেষণা ইন্সটিটিউট (CRRI), স্বামী বিবেকানন্দ জাতীয় পুনর্বাসন প্রশিক্ষণ এবং গবেষণা প্রতিষ্ঠান, আঞ্চলিক মেরুদণ্ডের আঘাতজনিত চিকিৎসা কেন্দ্র (Regional Spinal Injury Centre), আচার্য্য হরিহর আঞ্চলিক ক্যান্সার গবেষণা কেন্দ্র ইত্যাদি উল্লেখযোগ্য।[১]
Remove ads
অন্যান্য প্রয়োজনীয় তথ্য
আয়তন | ৩৯৩২ বর্গ কিমি. |
জনসংখ্যা (আদমশুমারি ২০১১) | ২৬,২৪,৪৭০ জন |
জনসংখ্যার ঘনত্ব (আদমশুমারি ২০১১) | ৬৬৭ জন প্রতি বর্গ কিলোমিটারে |
শহুরে জনসংখ্যা (আদমশুমারি ২০১১) | ১৮,৮৮,৪২৩ জন |
গ্রামীণ জনসংখ্যা (আদমশুমারি ২০১১) | ৭,৩৬,০৪৭ জন |
শিক্ষার হার | ৮৫.৫% |
মহকুমা | ৩ টি |
পৌরসভা | ১ টি |
তেহসিল | ১৫ টি |
ব্লক | ১৪ টি |
পঞ্চায়েত | ৩৭৩ টি |
গ্রাম | ১৯৫০ টি[৩] |
চিত্রমালা
- ওড়িশার ২য় জনবহুল শহর কটক
- নেতাজী সুভাসচন্দ্র বোস জাদুঘর
- ওড়িশা উচ্চ আদালত
- রেভেন্সা কনভেনশন সেন্টার, রেভেন্সা বিশ্ববিদ্যালয়, কটক
- রেভেন্সা কলিজিয়েট স্কুল
- মহানদী নদী
- সিদ্ধেশ্বর, কটক
- শচীন টেন্ডুলকার ইন্ডোর হল
- জয়পুর-কটক উড়ালসেতু
- বারবাটি দুর্গ
- বারবাটি দুর্গ
- বারবাটি স্টেডিয়াম
- সামুদ্রিক যাদুঘর, ওড়িশা
- ওড়িশা রাজ্য সামুদ্রিক যাদুঘরের ওয়ার্কশপ
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads