শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কল্পসূত্র

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কল্পসূত্র
Remove ads

কল্পসূত্র (সংস্কৃত: कल्पसूत्र) হল একটি জৈন ধর্মগ্রন্থ। এই গ্রন্থে জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায়। তীর্থঙ্কর পার্শ্বনাথমহাবীরের জীবনী এই গ্রন্থে বিশেষভাবে আলোচিত হয়েছে। সেই সঙ্গে মহাবীরের নির্বাণের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।[]

দ্রুত তথ্য কল্পসূত্র, তথ্য ...

ভদ্রবাহুকে এই গ্রন্থের রচয়িতা মনে করা হয়। জৈন বিশ্বাস অনুসারে, মহাবীরের নির্বাণ লাভের (প্রথাগত মত অনুসারে খ্রিস্টপূর্ব ৫৯৯ -৫২৭ অব্দ) দেড়শো বছর পর এই গ্রন্থটি রচিত হয়েছিল।[]

Remove ads

ইতিহাস

শ্বেতাম্বর সম্প্রদায়ের অন্তর্গত জৈন সাহিত্যের ছয়টি শাখার মধ্যে কল্পসূত্র গ্রন্থটিকে অন্যতম 'ছেদসূত্র' মনে করা হয়। এই গ্রন্থে বিস্তারিত জীবনী আলোচিত হয়েছে। খ্রিস্টীয় পঞ্চদশ শতাব্দীর মধ্যভাগ থেকে এই গ্রন্থ অবলম্বনে একাধিক পুথিচিত্র ও ক্ষুদ্রচিত্র অঙ্কিত হয়েছে। এই গ্রন্থের সবচেয়ে পুরনো যে কাগজে লিখিত পুথিগুলি পাওয়া যায়, সেগুলি খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে পশ্চিম ভারতে লিখিত হয়েছিল।

গুরুত্ব

জৈন সন্ন্যাসী ও সাধারণ গৃহস্থদের আট দিন ব্যাপী উৎসব পর্যুষণে এই গ্রন্থটি পঠিত ও অভিনীত হয়। জৈনধর্মে কেবল সন্ন্যাসীরাই এই গ্রন্থটি পাঠের অধিকারী। তাই এই গ্রন্থটির আধ্যাত্মিক মূল্য অত্যন্ত বেশি।

Thumb
মহাবীর নির্বাণ চিত্র সংবলিত কল্পসূত্র পৃষ্ঠা। অর্ধচন্দ্রাকৃতি 'সিদ্ধশিলা'য় নির্বাণলাভের পর সিদ্ধরা অবস্থান করে। এই চিত্রে সেই সিদ্ধশিলাটি প্রদর্শিত হয়েছে।

আরও দেখুন

  1. ঈশ্বর
  2. প্রত্যাদিষ্ট
  3. প্রত্যাদেশ
  4. ধর্মশাস্ত্র
  5. মহাবীর
  6. পার্শ্বনাথ
  7. নেমিনাথ

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads