শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কসবা
বাংলাদেশের শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কসবা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত একটি শহর। প্রশাসনিকভাবে শহরটি কসবা উপজেলার সদর। শহরটি ব্রাহ্মণবাড়িয়া জেলার তৃতীয় বৃহত্তম ও কসবা উপজেলার বৃহত্তম এবং প্রধান শহরাঞ্চল। বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে ২০২.২ কি.মি.[২] এবং জেলা শহর ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩১.২ কি.মি.[৩] দূরত্বে কসবা শহর অবস্থিত ।
Remove ads
জনসংখ্যা
কসবা শহরের মোট জনসংখ্যা ৪০,৪১৬ জন যার মধ্যে ১৯,৭৪৯ জন পুরুষ এবং ২০,৬৬৭ জন নারী। এ শহরের পুরুষ এবং নারী অনুপাত ৯৬। শহরে মোট খানা সংখ্যা বা পরিবার রয়েছে ৭৭৫৭ টি।[৪]
ভৌগোলিক উপাত্ত
শহরটির অবস্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হল ২৩.৭৪৭৩০৬° উত্তর ৯১.১২৫৭০৮° পূর্ব। সমুদ্র সমতল থেকে শহরটির গড় উচ্চতা ৯ মিটার।[৫]
প্রশাসন
১৯৯৯ সালে কসবা শহরের নাগরিকদের পৌরসেবা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করার উদ্দেশ্যে কসবা পৌরসভা নামক একটি স্থানীয় সরকার সংস্থা(পৌরসভা) গঠিত হয় যা ৯টি ওয়ার্ড এবং ৩৪টি মহল্লায় বিভক্ত । ১৬.৮৬ বর্গ কি.মি. আয়তনের কসবা শহর এলাকাটি কসবা পৌরসভা দ্বারা পরিচালিত হয়।[৬]
শিক্ষা ব্যবস্থা
কসবা শহরের স্বাক্ষরতার হার হলো শতকরা ৫৬.০ ভাগ।
হাসপাতাল ও ক্লিনিক
১. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কসবা
২. পোপীনাথপুর গ্রীন হেলথ হাসপাতাল
৩. সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড, কুটি
৪. বসুন্ধরা ক্লিনিক, কুটি চৌমুহনী
৫. স্কুয়ার হাসপাতাল, কসবা । [৮]
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads