শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কাতিনকা হসু

হাঙ্গেরীয় সাঁতারু উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কাতিনকা হসু
Remove ads

কাতিনকা হসু (উচ্চারিত [ˈkɒtinkɒ ˈhosːuː]; জন্ম: ৩ মে, ১৯৮৯) পেকস এলাকায় জন্মগ্রহণকারী বিশিষ্ট প্রতিযোগিতাধর্মী হাঙ্গেরীয় প্রমিলা সাঁতারু ও ব্যবসায়ী। ব্যক্তিগত মিডলে বিষয়ে তার সবিশেষ দক্ষতা রয়েছে। অলিম্পিকসহ লং কোর্সে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তিনি। ১০০ মিটার ব্যক্তিগত মিডলে, লং কোর্স ও শর্ট কোর্সের ২০০ মিটার ব্যক্তিগত মিডলে, ৪০০ মিটার, ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে বিশ্বরেকর্ড অধিকার করেছেন তিনি।

দ্রুত তথ্য ব্যক্তিগত তথ্য, পূর্ণ নাম ...

হাসু এ পর্যন্ত ২০০৪, ২০০৮, ২০১২ ও ২০১৬ চারবার অলিম্পিকে অংশ নিয়েছেন। প্রধান কোচ ও স্বীয় পতি শেন তুসাপের তত্ত্বাবধানে ভাসাস এসসির পক্ষে সাঁতার কাটছেন।[] বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সাঁতারু হিসেবে 'লৌহমানবী' ডাকনামে আখ্যায়িত হয়েছেন তিনি।

Remove ads

খেলোয়াড়ী জীবন

সময়ের স্বল্প ব্যবধানে সাঁতারের অনেকগুলো বিষয়ে অংশ নেয়ার কারণেও সাঁতার বিশ্বে তিনি পরিচিত হয়ে আছেন। তার স্বামী শেন তুসাপ তাকে পরিচালনা করছেন।

২০০৪ সালের ইউরোপীয় শর্ট কোর্স সাঁতার চ্যাম্পিয়নশীপে প্রথম পদকের সন্ধান পান। ঐ প্রতিযোগিতার ৪০০ মিটার মিডলেতে ব্রোঞ্জপদক পেয়েছিলেন তিনি। ৪০০ মিটার মিডলে বিষয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হবার পূর্বে ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে ২০০ মিটার মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাই বিষয়ে ব্রোঞ্জপদক পেয়েছিলেন। এ ফলাফলের দরুন বর্ষসেরা হাঙ্গেরীয় মহিলা ক্রীড়াবিদের পুরস্কার লাভ করেন।

২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে চতুর্থ স্থান দখল করেন। এতে তিনি সময় নেন ৪:৩৩.৪৯।

Remove ads

সম্মাননা

হাঙ্গেরির জাতীয় রেকর্ডের দুই-তৃতীয়াংশই তার দখলে রয়েছে। সুইমস্যুট ব্র্যান্ড আরিনা, অডি, ইন্সুরেন্স কোম্পানি গ্রুপামা ও হাঙ্গেরীয় সিরাপ কোম্পানি পিরোস্কা তার পৃষ্ঠপোষক। আন্তর্জাতিক ক্রীড়া এজেন্সি টুস স্পোর্টস এজেন্সি টিএসএ ও হাঙ্গেরির বুদাপেস্টের বাইরে অবস্থিত ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিষ্ঠাতা তিনি। ২০১৪ ও ২০১৫ সালে ফিনা কর্তৃক বর্ষসেরা সাঁতারুর মর্যাদা লাভ করেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads