শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কার্ল শোয়ার্জশিল্ড
জার্মান জ্যোতির্বিদ উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কার্ল শোয়ার্জশিল্ড ([ˈkaʁl ˈʃvaʁtsʃɪlt]) (৯ অক্টোবর ১৮৭৩ – ১১ মে ১৯১৬) ছিলেন একজন জার্মান পদার্থবিদ এবং জ্যোতির্বিদ। তিনি ছিলেন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী মার্টিন শোয়ার্জশিল্ডের বাবা।
১৯১৫ সালে তিনি আইনস্টাইন ক্ষেত্র সমীকরণের সাধারণ আপেক্ষিকতার প্রথম সঠিক সমাধান প্রদান করেন, যে বছর আইনস্টাইন প্রথম সাধারণ আপেক্ষিকতার পরিচয় ঘটান।
গ্রহাণু ৮৩৭ শোয়ার্জশিল্ড তার সম্মানে নামকরণ করা হয়।
Remove ads
জীবনী
শোয়ার্জশিল্ড ফ্রাঙ্কফুর্ট আম মাইনে এক ইহুদী পরিবারে জন্ম নেন। তার বাবা শহরের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সক্রিয় ছিলেন, এবং পরিবারটির পূর্বপুরুষ ষোড়শ শতাব্দী থেকেই এই শহরে বসবাস করত।[১] কার্ল ১১ বছর পর্যন্ত ইহুদী প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন।[২] তিনি স্ট্র্যাস বরগ এবং লুডউইগ ম্যাক্সিমিলিয়ান ইউনিভার্সিটি অব মিউনিখে অধ্যয়ন করেন এবং হেনরি পয়েনকেয়ার তত্ত্বের উপর কাজ করে তিনি ১৮৯৬ সালে ডক্টরেট অর্জন করেন।[৩][৪]
তিনি অটোইমিউন ডিজিস পেম্ফিগাস রোগে আক্রান্ত হয়ে ১৯১৬ সালের ১১ মে মৃত্যুবরণ করেন।
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads