শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন

বাংলাদেশের রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের ঢাকা বিভাগের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার একটি রেলওয়ে স্টেশন[] উত্তরদিকে ঢাকা এবং কালুখালি থেকে দুটি লাইন এসে এবং দক্ষিণদিকে গোবরা, যশোর এবং ভাটিয়াপাড়া থেকে তিনটি লাইন এসে এখানে মিলিত হয়েছে।

দ্রুত তথ্য কাশিয়ানী জংশন, অবস্থান ...
Remove ads

অবস্থান

কাশিয়ানী উপজেলা সদরে অবস্থিত।

ইতিহাস

১৮৭১ সালে তৈরি কু্ষ্টিয়া-গোয়ালন্দ ঘাট লাইনের শাখা হিসেবে কালুখালী থেকে ভাটিয়াপাড়া ঘাট পর্যন্ত রেলপথ তৈরি করা হয় ১৯৩২ সালে।[] এসময় এই লাইনের স্টেশন হিসেবে কাশিয়ানী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। ২০১৮ সালে কাশিয়ানী থেকে গোবরা পর্যন্ত রেলপথ তৈরি হলে কাশিয়ানী জংশন স্টেশনে পরিণত হয়।[] ঢাকা-যশোর রেলপথ কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশনে মিলিত হয়েছে।

পরিষেবা

কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads