শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কাসাব্লাঙ্কা
মরক্কোর বন্দর শহর উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কাসাব্লাঙ্কা (আরবি: الدَّار الْبَيْضَاء, প্রতিবর্ণীকৃত: al-Dār al-Baydāʾ, [adˈdaːru ɫbajdˤaːʔ], আমাজিগ: ⴰⵏⴼⴰ, প্রতিবর্ণীকৃত: anfa) মরক্কোর বৃহত্তম শহর এবং দেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক কেন্দ্র। আটলান্টিক মরক্কোর মধ্য-পশ্চিম অংশে চাউইয়া সমভূমির উপকূলে, শহরটির জনসংখ্যা প্রায় ৩.৭১ মিলিয়ন শহুরে এলাকায় এবং ৪.২৭ মিলিয়নেরও বেশি গ্রেটার ক্যাসাব্লাঙ্কায়, এটিকে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর করে তুলেছে। মাগরেব অঞ্চল, এবং আরব বিশ্বের অষ্টম বৃহত্তম।
Remove ads
জনসংখ্যা
৩.৭ মিলিয়ন (২০০৫ সালের হিসাব অনুসারে)।
আয়তন
১,৬১৫ বর্গ কিলোমিটার।
অর্থনীতি
এর অর্থনীতির মূল অংশ হচ্ছে ফসফেট রপ্তানি করা। এই ক্ষেত্রে কাসাব্লাঙ্কা হচ্ছে প্রশাসনিক কেন্দ্র। তাছাড়া মরক্কোর সবচেয়ে বেশি শিল্প-কারখানা গড়ে উঠেছে এই এলাকায়। ক্যাসাব্লাঙ্কার মূল শিল্প কারখানার মধ্যে আছে মৎস্য জাত দ্রব্য, গৃহনির্মাণ সামগ্রী, কাঠ চেরার কারখানা, আসবাবপত্র তৈরি, কাচের সামগ্রী, টেক্সটাইলস,চামড়া কারখানা প্রভৃতি।
দর্শনীয় স্থান
কাসাব্লাঙ্কার সবচেয়ে দর্শনীয় স্থান বাদশাহ ২য় হাসান এর মসজিদ। এটি বিশ্বের সবচেয়ে বড় মসজিদ।
ইতিহাস
আধুনিক কাসাব্লাঙ্কা শহর গড়ে উঠেছে একজন ফ্রেঞ্চ স্থপতির হাত ধরে। তিনি হলেন হেনরি প্রস্ট। তার পরিকল্পনাতেই প্রথম এই শহর গড়ে উঠে।পরে ১৯৪৬ এবং আরো পরে ১৯৮৪ এ নতুন করে অতিরিক্ত শহর পরিকল্পনা প্রণয়ন করা হয়।
আরও দেখুন
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads