শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কিতাবুল আসারুল বাকিয়া আন আল কুরআন আল খালিয়া
আবু রায়হান আল বিরুনির লেখা বই উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কিতাবুল আসারুল বাকিয়া আন আল কুরআন আল খালিয়া বা গত শতাব্দীর অবশিষ্ট চিহ্ন (আরবি: کتاب الآثار الباقية عن القرون الخالية Kitāb al-āthār al-bāqiyah `an al-qurūn al-khāliyah, প্রাচীন জাতিগুলির ইতিহাস নামেও পরিচিত) আবু রায়হান আল বিরুনি কর্তৃক রচিত একটি বই। এতে বিভিন্ন সংস্কৃতি ও সভ্যতার ক্যালেন্ডার, গণিত, জ্যোতির্বিজ্ঞান, ঐতিহাসিক তথ্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রথা ও ধর্ম নিয়ে তুলনামূলক আলোচনা রয়েছে।[১]

এটি আল বিরুনির প্রথম গুরুত্বপূর্ণ কাজ। তিনি ১০০০ সালে (৩৯০/১ হিজরি) গোরগানে কাবুসের দরবারে এটি লেখা শেষ করেন। এসময় তার বয়স ৩০ এর কিছু কম ছিল।
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads