শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

কিম জং উন

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

কিম জং উন
Remove ads

কিম জং উন[][] (কোরীয়: 김정은, কোরীয়: [kim.dʑɔŋ.ɯːn] কিম.জঙ্‌.উন্‌;[] জন্ম ৮ জানুয়ারি ১৯৮২[] বা ১৯৮৩)[] একজন উত্তর কোরীয় রাজনীতিবিদ যিনি ২০১১ সাল থেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা এবং ২০১২ সাল থেকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টি (ডব্লিউপিকে) এর প্রধান।[] ১৯৯৪ থেকে ২০১১ পর্যন্ত উত্তর কোরিয়ার দ্বিতীয় সর্বোচ্চ নেতা কিম জং ইল অন্ত্যেষ্টিক্রিয়ার পর তিনি ২৮ ডিসেম্বর ২০১১ নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন।[] তিনি কিম জং ইল ও কো ইয়ং হুই দম্পতির তৃতীয় ও সর্বকনিষ্ঠ পুত্র।[] তিনি কিম ইল-সাং-এর পৌত্র, যিনি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকে ১৯৯৪ সালে তাঁর মৃত্যু পর্যন্ত প্রথম সর্বোচ্চ নেতা ছিলেন।

দ্রুত তথ্য সম্মানিত কমরেডকিম জং উন, কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ...

২০১১ সালের শেষ দিক থেকেই কিম জং উন রাষ্ট্রের পরবর্তী উত্তরাধীকারের মতো আচরণ শুরু করেন, এবং তার বাবার মৃত্যুর পর কিমকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন “মহান উত্তরাধিকারী” হিসেবে ঘোষণা করেন। [] কিম জং ইলের একটি স্মরণ সভায় উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস এস্যাম্বলির সভাপতি কিম ইয়ং নাম ঘোষণা করেন; “সম্মানিত কমরেড কিম জং উন, আমাদের দল, সামরিক বাহিনী ও দেশের সর্বোচ্চ নেতা, যিনি মহান কমরেড কিম জং ইলের আদর্শ, নেতৃত্ব, চরিত্র, গুণাবলী, সাহসিকতা ও বীরত্বের উত্তরাধিকারী লাভ করেছেন।” [] ২০১১ সালের ৩০শে ডিসেম্বর ওয়ার্কার্স পার্টির সভাপতিমণ্ডলীয় নিয়ন্ত্রণ কমিটি আনুষ্ঠানিকভাবে, কিম জং উনকে কোরিয়ান পিপলস আর্মির সর্বোচ্চ অধিনায়ক পদে নিযুক্ত করেন।[] ২০১২ সালের ১১ই এপ্রিল চতুর্থ দলীয় সম্মেলনে তাকে সদ্য সৃষ্ট পদ কোরিয়ার ওয়ার্কার্স পার্টির প্রথম সম্পাদকে দায়িত্ব দেয়া হয়।

তাকে ২০১২ সালের ১৮ জুলাই কোরিয়ান পিপলস আর্মির সেনাপতি পদে উন্নীত করা হয় এর ফলে তার সর্বোচ্চ অধিনায়ক পদটি আরও দৃঢ় হয়। [১০] তার দুটি ডিগ্রি রয়েছে, একটি থেকে কিম ইল সাং বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞানের ওপর আরেকটি সেনা কর্মকর্তা হিসেবে কিম ইল সাং সামরিক বিশ্ববিদ্যালয় থেকে।

২০১২ সালের ২৫শে জুলাই উত্তর কোরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম প্রথম বারের মতো কিম জং ইলের বৈবাহিক সম্পর্ক প্রকাশ করেন। এতে বলা হয় কিম রি সোল জু-র (কোরীয়: 리설주) সাথে বিবাহিত। [১১][১২] ২০১৩ সালে দম্পতিটি এক কন্যা সন্তানের জন্ম দেয়।

Remove ads

আরও দেখুন

টীকা

  1. কিম জং উন ১১ এপ্রিল ২০১২ থেকে ৯ মে ২০১৬ পর্যন্ত "প্রথম সম্পাদক" এবং ৯ মে ২০১৬ থেকে ১০ জানুয়ারি ২০২১ পর্যন্ত "চেয়ারম্যান" উপাধির অধীনে একই পদে আসীন ছিলেন।
  2. কিম জং-উন লিখেও অনুবাদ করা হয়
  3. কোরীয় ভাষায়, প্রদত্ত নাম জং-উন বা জং উন-কে আলগাভাবে [tsɔŋ.ɯn] ত্‌সঙ্‌.উন্‌ উচ্চারণ করা হয়।
  4. উত্তর কোরীয় সূত্রে কিমের জন্ম তারিখ ৮ জানুয়ারি ১৯৮২ উল্লেখ করা হয়েছে।
  5. কোরিয়ার ওয়ার্কার্স পার্টির নেতা হিসেবে, কিম ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত প্রথম সম্পাদক, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত চেয়ারম্যান এবং ২০২১ থেকে সাধারণ সম্পাদক উপাধিতে আসীন।
Remove ads

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads