শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
কোলহাপুর জেলা
মহারাষ্ট্রের একটি জেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
কোল্হাপুর জেলাটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের দক্ষিণাঞ্চলের একটি জেলা। জেলার সদর শহর কোল্হাপুর। ২০১১ সালের হিসাবে, জেলার জনসংখ্যা ছিল ৩,৮৭৬,০০১ জন, যার মধ্যে ৩৩% জনগণ শহরে বসবাস করেন।
Remove ads
জনমিতি
২০১১ সালের জনগণনা অনুসারে কোল্হাপুর জেলার জনসংখ্যা ৩,৮৭৬,০০১ জন। জনসংখ্যার বিচারে এটি ভারতের ৬৪০টি জেলার মধ্যে ৬৫টি তম। জেলাটির জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৫০৪ জন (১৩১০ জন/বর্গ মাইল)। ২০০১-২০১১ এর দশকে এর জনসংখ্যা বৃদ্ধি ৯.৯৬% ছিল। জেলার লিঙ্গানুপাত প্রতি ১০০০ পুরুষের পিছু ৯৫৩ জন মহিলা।[১]
ভারতের ২০১১ সালের জনগণনার হিসাবে জেলার ৮৯.১৬% মানুষ মারাঠি, ৪.৬০% মানুষ হিন্দি, ২.৭০% মানুষ উর্দু, ২.০০% মানুষ কন্নড়, ০.৪৬% মানুষ সিন্ধি এবং ০.৪২% মানুষ তেলুগু তাদের প্রথম ভাষা হিসাবে ব্যবহার করেন[১]।
Remove ads
আরও দেখুন
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads