শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব
কলকাতার বালিগঞ্জে অবস্থিত একটি ক্রিকেট ও ফুটবল ক্লাব। উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব (সংক্ষেপে সিসিঅ্যান্ডএফসি) কলকাতার একটি ক্রিকেট ও ফুটবল ক্লাব। দক্ষিণ কলকাতার বালিগঞ্জে এই ক্লাবটি অবস্থিত। এই ক্লাবে ক্রিকেট ও ফুটবল ছাড়াও রাগবি, হকি, সাঁতার ও টেনিস বিভাগও রয়েছে। ১৭৯২ সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব নামে ব্রিটিশরা এই ক্লাব প্রতিষ্ঠা করেন।[২] পরে ক্যালকাটা ফুটবল ক্লাব ও বালিগঞ্জ ক্লাব এই ক্লাবের সঙ্গে সংযুক্ত হয়ে ক্যালকাটা ক্রিকেট অ্যান্ড ফুটবল ক্লাব নাম ধারণ করে।
এই ক্লাবের সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চুনী গোস্বামী, সুভাষ ভৌমিক, সুব্রত ভট্টাচার্য, প্রদীপ চৌধুরী, পি গাঙ্গুলি, শ্যাম থাপা, শান্ত মিত্র প্রমুখ ফুটবলার; কেশবচন্দ্র দত্ত, গুরবক্স সিং, ড. ভেস পেজ, আনন্দ মণ্ডপকা প্রমুখ হকি খেলোয়াড়; পূণ্য বি. ভুটিয়া, দিলীপ দোশী, এ গঙ্গোত্র, দেবাং গান্ধী, সৌরভ গঙ্গোপাধ্যায়, সাবা করিম, অরুণ লাল, প্রণব রায়, বিশ্বজিৎ ভৌমিক প্রমুখ ক্রিকেটার এবং চিরদীপ মুখোপাধ্যায়, এনরিকো পিপারনো, লিয়েন্ডার পেজ প্রমুখ টেনিস খেলোয়াড়।

Remove ads
সাফল্য
ফুটবল
- কলকাতা ফুটবল লিগ'/সিএফএল প্রিমিয়ার ডিভিশন[৩][৪]
- চ্যাম্পিয়ন (৮): ১৮৯৯, ১৯০৭, ১৯১৬, ১৯১৮, ১৯২০, ১৯২২, ১৯২৩, ১৯২৫
- আইএফএ শিল্ড[টীকা ২][৫][৬]
- চ্যাম্পিয়ন (৯): ১৮৯৬, ১৯০০, ১৯০৩, ১৯০৪, ১৯০৬, ১৯১৫, ১৯২২, ১৯২৩, ১৯২৪
- রানার্স-আপ (৮): ১৯০৫, ১৯০৭, ১৯১০, ১৯১৪, ১৯১৬, ১৯১৯, ১৯২১, ১৯৩৬
- ট্রেডস কাপ
- চ্যাম্পিয়ন (১): ২০০৪[৭]
- মিন্টো ফোর্ট কাপ
- রানার্স-আপ (১): ১৯০৬[৮]
- সিএফএল প্রথম বিভাগ লিগ
- ফুকেট সকার ৭এস চ্যাম্পিয়নশিপ
- প্লেট ফাইনাল (১): ২০২৩[৯]
ফিল্ড হকি
- বেইটন কাপ
- ক্যালকাটা হকি লিগ
রাগবি

ক্রিকেট
টেনিস
- বালিগঞ্জ ওপেন লন টেনিস চ্যাম্পিয়নশিপ
- চ্যাম্পিয়ন (১): ১৯২৯[২৬]
- আইটিসি আন্তঃক্লাব চ্যাম্পিয়নশিপ
- চ্যাম্পিয়ন (১): ২০২১–২২[২৪]
- বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন লিগ
- রানার্স-আপ (১): ২০২১–২২[২৪]
- ক্যালকাটা জিমখানা টেনিস চ্যাম্পিয়নশিপ
- রৌপ্য পদক (১): ২০২২–২৩[৯]
- শনিবার ক্লাব স্পোর্টস কার্নিভাল - টেনিস
- রানার্স-আপ (১): ২০২৩[৯]
ব্রিজ
ডার্টস
গলফ
Remove ads
তথ্যসূত্র
টীকা
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads