শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
ক্যালিফোর্ণিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ইংরেজি: California Institute of Technology সংক্ষেপে ক্যালটেক Caltech)[১] যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের পাসাডেনায় অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রাকৃতিক বিজ্ঞান ও প্রকৌশলের উপর জোর দেয়া হয়। এছাড়াও এখানে নাসার স্বায়ত্বশাসিত জেট প্রোপালশন ল্যাবরেটরি অবস্থিত, যেটিতে নাসার বেশিরভাগ মহাশূন্যযানের ডিজাইন ও কার্যকারিতা দেখাশোনা করা হয়। ছাত্রসংখ্যার দিক থেকে ক্যালটেক একটি ছোট বিশ্ববিদ্যালয় হলেও এটি বিভিন্ন বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা দশ বিশ্ববিদ্যালয়ের একটি হিসেবে স্থান পেয়ে আসছে। এর ৩১ জন শিক্ষার্থী ও শিক্ষক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। এর ছয়জন শিক্ষার্থী টুরিং পুরস্কার অর্জন করেছেন।

Remove ads
র্যাঙ্কিং
বিখ্যাত শিক্ষার্থী
- কার্ল ডেভিড অ্যান্ডারসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৩৬
- জেমস রেইনওয়াটার, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৭৫
- ডোনাল্ড কানুথ, টুরিং পুরস্কার বিজয়ী, ১৯৭৪
- গর্ডন মুর, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৯০আইইই মেডেল অব অনার ২০০৮
- উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলি, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ১৯৫৬, আইইই মেডেল অব অনার ১৯৮০
- জন রবিনসন পিয়ার্স, স্টুয়ার্ট ব্যালেন্টাইন মেডেল (১৯৬০), আইইইই এডিসন মেডেল (১৯৬৩), আইইইই মেডেল অব অনার (১৯৭৫), মার্কনি প্রাইজ (১৯৭৯), জাপান প্রাইজ (১৯৮৫), চার্লস স্টার্ক ড্র্যাপার প্রাইজ (১৯৯৫)
- এবারহার্ড রেকটিন, আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ১৯৭৭
- হ্যারল্ড রোজেন, এল এম এরিকসন ইন্টারন্যাশনাল প্রাইজ ১৯৬৭, আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ১৯৮২, ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন ১৯৮৫, লস স্টার্ক ড্র্যাপার প্রাইজ]] ১৯৯৫
- জেরাল্ড অ্যাশ, আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ১৯৮৯
- রবার্ট ম্যাকএলিস, আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ২০০৯
- রিচার্ড স্টিফেন মুলার, আইইইই/আরএসই ওলফসন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল অ্যাওয়ার্ড ২০১৩
- লিরয় এডওয়ার্ড হুড
Remove ads
বিখ্যাত শিক্ষক
- রিচার্ড ফাইনম্যান, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৬৫
- মারি গেল-মান, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৬৯
- লিনাস পাউলিং, রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৫৪ এবং শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী, ১৯৬৩
- রবার্ট ম্যাকএলিস, আইইইই আলেক্সান্ডার গ্রাহাম বেল মেডেল ২০০৯
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads