শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
ক্লাব ব্রুজ
বেলজিয়ামের ব্রুজ শহরভিত্তিক একটি ফুটবল ক্লাব উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
ক্লাব ব্রুজ কনিঙ্কলিয়েকে ভোয়েতবালভেরেনিগিং (ওলন্দাজ উচ্চারণ: [klʏˈbrʏɣə ˌkoːnɪŋkləkə ˈvudbɑlvəreːnəɣɪŋ]), সাধারণভাবে শুধুমাত্র ক্লাব ব্রুজ নামে পরিচিত, হল বেলজিয়ামের ব্রুজ শহরভিত্তিক একটি ফুটবল ক্লাব। এটি ১৮৯১ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এর নিজস্ব মাঠ হচ্ছে ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়াম, যেখানে একসাথে ২৯,০৬২ জন দর্শক খেলা উপভোগ করতে পারে।[২]
ব্রুজ হচ্ছে বেলজীয় ফুটবলের অন্যতম সেরা সজ্জিত ক্লাব, এটি ১৫ বারের বেলজীয় লীগ চ্যাম্পিয়ন, যেটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ (সর্বোচ্চ জয়লাভ করেছে তাদের লীগ প্রতিদ্বন্দ্বী আরএসসি আন্দারলেখট)। ক্লাব ব্রুজ তাদের নিজস্ব স্টেডিয়াম ইয়ান ব্রেয়ডেল স্টেডিয়াম তাদের শহরের প্রতিদ্বন্দ্বী সেরকল ব্রুজের সাথে ভাগাভাগি করে, যেখানে তারা ব্রুজ ডার্বিতে মুখোমুখি হয়।
এই ক্লাবের লম্বা ইতিহাসে, ক্লাব ব্রুজ বেস কয়েকবার ইউরোপীয় ফুটবল সফলতা অর্জন করেছে, যেখানে তারা দুইবার ইউরোপীয় ফাইনাল এবং দুইবার ইউরোপীয় সেমি-ফাইনালে খেলেছে। ক্লাব ব্রুজ একমাত্র বেলজীয় ক্লাব হিসেবে ইউরোপিয়ান কাপের (বর্তমানে উয়েফা চ্যাম্পিয়নস লীগ নামে পরিচিত) ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে; যেখানে তারা প্রিমিয়ার লীগ ক্লাব লিভারপুলএর কাছে হেরে যায়। পরবর্তীতে তারা পুনরায় ১৯৭৬ উয়েফা কাপ ফাইনালে মুখোমুখি হয়, যেখানে তারা পুনরায় পরাজয় লাভ করে। ক্লাব ব্রুজ রেকর্ড পরিমাণ টানা ২০ বার উয়েফা ইউরোপা লীগে অংশগ্রহণ করার কৃতিত্ব অর্জন করেছে। একই সাথে তারা রেকর্ড পরিমাণ ১১ বার বেলজীয় কাপ এবং ১৫ বার বেলজীয় সুপারকাপ জয়লাভ করেছে।
Remove ads
অর্জন
ঘরোয়া
- চ্যাম্পিয়ন (১৬): ১৯১৯–২০, ১৯৭২–৭৩, ১৯৭৫–৭৬, ১৯৭৬–৭৭, ১৯৭৭–৭৮, ১৯৭৯–৮০, ১৯৮৭–৮৮, ১৯৮৯–৯০, ১৯৯১–৯২, ১৯৯৫–৯৬, ১৯৯৭–৯৮, ২০০২–০৩, ২০০৪–০৫, ২০১৫–১৬, ২০১৭–১৮, ২০১৯–২০
- রানার-আপ (২৩): ১৮৯৮–৯৯, ১৮৯৯-০০, ১৯০৫–০৬, ১৯০৯–১০, ১৯১০–১১, ১৯৬৬–৬৭, ১৯৬৭–৬৮, ১৯৬৯–৭০, ১৯৭০–৭১, ১৯৭১–৭২, ১৯৮৪–৮৫, ১৯৮৫–৮৬, ১৯৯৩–৯৪, ১৯৯৬–৯৭, ১৯৯৮–৯৯, ১৯৯৯-০০, ২০০০–০১, ২০০১–০২, ২০০৩–০৪, ২০১১–১২, ২০১৪–১৫, ২০১৬–১৭, ২০১৮–১৯
- বেলজীয় কাপ
- চ্যাম্পিয়ন (১১): ১৯৬৭–৬৮, ১৯৬৯–৭০, ১৯৭৬–৭৭, ১৯৮৫–৮৬, ১৯৯০–৯১, ১৯৯৪–৯৫, ১৯৯৫–৯৬, ২০০১–০২, ২০০৩–০৪, ২০০৬–০৭, ২০১৪–১৫ (রেকর্ড)
- রানার-আপ (৭): ১৯১৩–১৪, ১৯৭৮–৭৯, ১৯৮২–৮৩, ১৯৯৩–৯৪, ১৯৯৭–৯৮, ২০০৪–০৫, ২০১৫–১৬
- বেলজীয় সুপার কাপ
- চ্যাম্পিয়ন (১৫): ১৯৮০, ১৯৮৬, ১৯৮৮, ১৯৯০, ১৯৯১, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৬, ১৯৯৮, ২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫, ২০১৬, ২০১৮ (রেকর্ড)
- রানার-আপ (৩): ১৯৯৫, ২০০৭, ২০১৫
আন্তর্জাতিক
- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ক্লাবস কাপ ফাইনাল: ১
- ১৯৭৭–৭৮
- ইউরোপিয়ান চ্যাম্পিয়নস ক্লাবস কাপ কোয়ার্টার-ফাইনাল: ১
- ১৯৭৬–৭৭
- উয়েফা কাপ ফাইনাল : ১
- ১৯৭৫–৭৬
- উয়েফা কাপ সেমি-ফাইনাল: ১
- ১৯৮৭–৮৮
- উয়েফা কাপ / উয়েফা ইউরোপা লীগ কোয়ার্টার-ফাইনাল: ১
- ২০১৪–১৫
- উয়েফা কাপ উইনার্স কাপ সেমি-ফাইনাল: ১
- ১৯৯১–৯২
- উয়েফা কাপ উইনার্স কাপ কোয়ার্টার-ফাইনাল: ২
- ১৯৭০–৭১, ১৯৯৪–৯৫
- কিরিন কাপ বিজয়ী: ১
- ১৯৮১
Remove ads
আরো দেখুন
- ক্লাব ব্রুজ (নারী)
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads