শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
খাজা আজমল
উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
খাজা আজমল (১৯১০ - ১৭ ডিসেম্বর ১৯৭১) তৎকালীন ভারতীয় পূর্ব বাংলায় (বর্তমানে বাংলাদেশ) চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ। তিনি নির্বাক বাংলা চলচ্চিত্রের সূচনাকালীন ছবি দ্য লাস্ট কিস[১] ও সুকুমারী[২]-এর সাথে যুক্ত ছিলেন।[৩] তিনি ঢাকার নবাব পরিবারের সদস্য ছিলেন।[৪][৫]
দ্য লাস্ট কিস চলচ্চিত্রে তিনি মূল চরিত্রে অভিনয়ের সাথে সাথে ক্যামেরায় সহকারী হিসেবে কাজ করেন।[৬]
তিনি ঢাকা বেতারে ঘোষক হিসেবে ১৯৪৯ সাথে যুক্ত হোন। বেতারের অনেক নাটকেও অংশ নেন তিনি।[৩] বাংলাদেশের মুক্তিযুদ্ধে খাজা আজমলের এক ছেলে পাকিস্তানি বাহিনীকে নানাভাবে সহায়তা করেছিলো, তারই প্রেক্ষিতে মুক্তিবাহিনী তাকে ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর হত্যা করেছিল।[৭]
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads