শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

খোয়ারিজমীয় সাম্রাজ্য

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

খোয়ারিজমীয় সাম্রাজ্য
Remove ads

খোয়ারিজম সাম্রাজ্য (ফারসি ভাষায়: خوارزمشاهیان, Khwārezmšhāḥīān, খোয়ারিজম শাহগণ) একটি সুন্নি মুসলিম রাজবংশ পরিচালিত সাম্রাজ্য যা মধ্য এশিয়া এবং ইরানে রাজত্ব করেছিলো। এই রাজবংশ প্রথম দিকে সেলজুক শাসনকর্তাদের অধীনে রাজত্ব করলেও পরবর্তীকালে স্বাধীনতা অধিকার করেছিলো। ১২২০ সালে মঙ্গোল বাহিনী কর্তৃক খোয়ারিজমের পতনের পূর্ব পর্যন্ত এই বংশের ক্ষমতা বহাল ছিল।[] এই সাম্রাজ্যের পত্তন করেন আনুশ তিগিন ঘারাচাই যিনি সেলজুক সুলতানদের দাস ছিলেন। আনুশের পুত্র প্রথম কুতুব উদ্দিন মুহাম্মদ উত্তরাধিকারসূত্রে খোয়ারিজমের প্রথম শাহ হিসেবে ক্ষমতা লাভ করে।

Thumb
খোয়ারিজম সাম্রাজ্য
দ্রুত তথ্য খোয়ারিজম সাম্রাজ্য خوارزمشاهیانKhwārazmshāhiyān, রাজধানী ...
Remove ads

ইতিহাস

Thumb
১১৯০ সালে মধ্যপ্রাচ্য; সালাদিন ও তার দাসদের সম্রাজ্যকে লাল রঙে দেখানো হয়েছে, ১১৮৭-৮৯ সালে ক্রুসেডারদের নিকট থেকে নেয়া অঞ্চল গোলাপী রঙে। হালকা সবুজ রঙে চিহ্নিত অঞ্চল সালাদিনের মৃত্যু পর্যন্ত ক্রুসেডারদের হাতে ছিল

সাম্রাজ্যের প্রতিষ্ঠার সঠিক দিন-তারিখ বলা সম্ভব নয়। ৯৯২ থেকে ১০৪১ সাল পর্যন্ত খোয়ারিজম গজনীয় সম্রাজ্যের একটি প্রদেশ ছিল। ১০৭৭ সালে এই প্রদেশের গভর্নরের দায়িত্ব পান আনুশ তিগিন ঘারচাই যিনি সেলজুক সুলতানের একজন প্রাক্তন ক্রীতদাস ছিলেন। তার বংশ ছিল তুর্কি। এর আগে প্রদেশের গভর্নর ছিলেন সরাসরি সেলজুক সুলতান। ১১৪১ সালে সেলজুক সুলতান আহমেদ সেনজার কারা খিতাইয়ের নিকট পরাজিত হওয়ার পর তিগিনের পৌত্র আলাউদ্দিন আজিজ খিতাইয়ের বশ্যতা মানতে বাধ্য হন।

Remove ads

খোয়ারিজমের শাসকবৃন্দ

মামুনীয়

আলতুনতাশীয়

রাজবংশ ব্যতীত

আনুশতিগিনীয়

রাজবংশ ব্যতীত

আনুশতিগিনীয়

Remove ads

আরও দেখুন

সাহিত্য

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads