শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

গাজীপুর সদর উপজেলা

গাজীপুর জেলার একটি উপজেলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গাজীপুর সদর উপজেলাmap
Remove ads

গাজীপুর সদর উপজেলা বাংলাদেশের গাজীপুর জেলার একটি প্রশাসনিক এলাকা।

দ্রুত তথ্য গাজীপুর সদর, দেশ ...
Remove ads

অবস্থান ও আয়তন

গাজীপুর জেলা মূলত ঢাকার উত্তর পাশের জেলা। গাজীপুর সদর উপজেলাটি গাজীপুর জেলার সর্ব দক্ষিণের উপজেলা। এ উপজেলার উত্তরে শ্রীপুর উপজেলা, দক্ষিণে সাভার উপজেলাউত্তরা থানা এবং রূপগঞ্জ উপজেলা, পূর্বে কালীগঞ্জশ্রীপুর উপজেলা, পশ্চিমে কালিয়াকৈর উপজেলাসাভার উপজেলা

ইতিহাস

প্রশাসনিক এলাকা

এই উপজেলাটি ৫টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত।[] এগুলো হলোঃ

উপজেলা পরিষদ

আরও তথ্য ক্রম নং., পদবী ...

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুসারে গাজীপুর সদর উপজেলার মোট জনসংখ্যা ১,৯৪,২৯৭ জন; যার মধ্যে পুরুষ ১,০১,৬৩৮ জন এবং নারী - ৯২,৬৫৯ জন।

শিক্ষা

এখানকার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো :

স্কুল ও কলেজ

  • রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়
  • গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়
  • গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয়
  • বিওএফ হাই স্কুল
  • বিডিপি উচ্চ বিদ্যালয়
  • বিএমটিএফ হাই স্কুল
  • শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়
  • বিআরআরআই উচ্চ বিদ্যালয়
  • বিএআরআই উচ্চ বিদ্যালয়
  • গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ
  • গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন উচ্চ বিদ্যালয়
  • ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ
  • গাজীপুর আইডিয়াল কলেজ
  • গাজীপুর বিজ্ঞান কলেজ
  • মেট্রোপলিটন কলেজ গাজীপুর
  • রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

বিশ্ববিদ্যালয়

Remove ads

দর্শনীয় এবং গুরুত্বপূর্ণ স্থানসমূহ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads