শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন

উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

Remove ads

গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন[] বাংলাদেশের ঢাকা বিভাগের ঢাকা জেলার গেন্ডারিয়া থানায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন[][] ঢাকা-যশোর রেলপথ এই স্টেশন থেকেই শুরু হয়েছে।[]

দ্রুত তথ্য গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন, অবস্থান ...
Remove ads

ইতিহাস

বিশ্বজুড়ে পাটের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য প্রধান পাট উৎপাদনকারী এলাকা ঢাকা এবং ময়মনসিংহ থেকে কলকাতা বন্দরে পাট সরবরাহ করার জন্য উন্নতমানের যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন দেখা দেয়। ১৮৮৫ সালে মূলত কাঁচা পাট নদীপথে কলকাতায় আনার জন্য ঢাকা স্টেট রেলওয়ে নামে খ্যাত ময়মনসিংহ থেকে ঢাকা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত ১৪৪ কিমি দীর্ঘ মিটারগেজ রেললাইন স্থাপন করা হয়। এসময় এই লাইনের স্টেশন হিসেবে গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন(Grand Area) তৈরি করা হয়।[] ঢাকা-যশোর রেলপথ নির্মাণের সময় এই স্টেশনটি পুনর্নির্মাণ করা হয়।[]

Remove ads

পরিষেবা

গেন্ডারিয়া রেলওয়ে স্টেশন দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ও কিছু লোকাল ট্রেন চলাচল করে।

তথ্যসূত্র

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads