শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
গোবরডাঙা রেলওয়ে স্টেশন
ভারতের পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
গোবরডাঙা রেলওয়ে স্টেশন শিয়ালদহ-বনগাঁ লাইন এর ঠাকুরনগর ও মসলন্দপুর রেলওয়ে স্টেশন এর মাঝে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। এই স্টেশনটি ঠাকুরনগর এলাকার যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্টেশনটি থেকে গোবরডাঙা এর সঙ্গে কলকাতা, বারাসাত,ঠাকুরনগর, চাঁদপাড়া ও বনগাঁ শহরের যোগাযোগ রক্ষা করা হয়। স্টেশনটিতে মোট ৩ টি প্লাটফর্ম রয়েছে।[১] আর একটি অর্ধেক প্ল্যাটফর্ম আছে, কথিত আছে অতীতে গোবরডাঙার জমিদার দের কারও কারও যাতায়াতের সময় ওই অর্ধেক প্ল্যাটফর্ম এর নীচে হাতি দাঁড়াতো এবং ট্রেনে ওঠা বা ট্রেন থেকে নেমে, সেই হাতির পিঠে চেপে তাঁরা জিনিসপত্র সহ স্টেশন অব্দি যাতায়াত করতেন।আর এই স্টেশনের কোড হলো:GBG
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
Remove ads
তথ্যসূত্র
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads