শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
গ্র্যানাইট
আগ্নেয় শিলা উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
গ্র্যানাইট এক প্রকার আগ্নেয় শিলা। গ্র্যানাইট এক ধরণের অগভীর পাথর যা পৃথিবীতে পাওয়া যায় কিন্তু সৌরজগতের অন্য কোথাও পাওয়া যায় না। এতে উপস্থিত খনিজ পদার্থের অনুপাত অনুযায়ী এর রং গোলাপী থেকে ধূসর বর্ণের হয়। ভূ-পৃষ্ঠের চাপ দ্বারা ম্যাগমা পাথরের স্তরের মধ্যে চাপ প্রাপ্ত হয়। ম্যাগমা ঠান্ডা হয়ে আস্তে আস্তে কঠিন পাথরে পরিনত হয় । গ্র্যানাইট এর মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ আছে। ম্যাগমা ঠান্ডা হলে খনিজ পদার্থগুলো স্ফটিকাকার ধারণ করে। গ্র্যানাইটকে কাটলে বা মসৃণ করলে খুব সহজেই এই স্ফটিকগুলো দেখা যায়। পৃথিবীতে গ্র্যানাইট হচ্ছে সাধারণ পাথর এবং ভ-ূত্বকের একটি বিরাট অংশ তৈরী করে। সাধারণত ভূ-ত্বকে মহাদেশীয় প্লেটে এটি পাওয়া যায়। যদিও এটি ভূ-পৃষ্ঠের নিচের গঠিত হয়। এছাড়া অস্বাভাবিক উপরিস্থ টেকটোনিক আন্দোলনের ফলেও এটি বিভিন্ন জায়গায় গঠিত হয়।
Remove ads
রাসায়নিক মিশ্রণ[১]
- SiO2 — ৭২.০৪%
- Al2O3 — ১৪.৪২%
- K2O — ৪.১২%
- Na2O — ৩.৬৯%
- CaO — ১.৮২%
- FeO — ১.৬৮%
- Fe2O3 — ১.২২%
- MgO — ০.৭১%
- TiO2 — ০.৩০%
- P2O5 — ০.১২%
- MnO — ০.০৫%
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
তথ্যসূত্র
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads