শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ

বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশmap
Remove ads

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়।[] এটি ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।[] স্কিম্যাগো র্যাংকিং ২০২৫ অনুসারে ২০২৫ সালে বাংলাদেশি সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯ম এবং পুরো দেশে ৩৬ তম অবস্থানে রয়েছে।

দ্রুত তথ্য ধরন, স্থাপিত ...
Remove ads

ইতিহাস

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি) ২০০৩ সালে বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২-এর অধীনে প্রতিষ্ঠিত হয়। ২০১১ সালে ইউএস-বাংলা গ্রুপ গ্রিন ইউনিভার্সিটি পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে।[][]

একাডেমিক

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ

স্নাতক প্রোগ্রাম:

  • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে বি.এসসি
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে বি.এসসি
  • টেক্সটাইল প্রকৌশলে বি.এসসি

ব্যবসা অনুষদ

স্নাতক প্রোগ্রাম:

  • ব্যবসা প্রশাসনে ব্যাচেলর (বিবিএ)

স্নাতক প্রোগ্রাম:

  • ব্যবসা প্রশাসনে মাস্টার (এমবিএ)
  • ব্যাংক প্রশাসনে মাস্টার (এমবিএম)

কলা ও মানবতা ও সামাজিক বিজ্ঞান

স্নাতক প্রোগ্রাম:

  • ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস (অনার্স)
  • ব্যাচেলর অফ ল (এলএলবি-মাননীয়)
  • ব্যাচেলর অফ ল (এলএলবি পাস)
  • সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ (বিএসএস অনার্স)
  • সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স)
  • নৃতত্ত্বে বিএসএস (অনার্স)

স্নাতক প্রোগ্রাম:

  • মাস্টার অফ ল (এলএল.এম)

একাডেমিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক সদস্যপদ

  • হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয়
  • রেজিনা বিশ্ববিদ্যালয়
  • উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
  • অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এপিইউবি)
  • ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টস (আইএইউপি)
  • অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি অফ এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এইউএপি)
Remove ads

একাডেমিক সেশন

জিইউবি তে শিক্ষা বছরকে দুইটি পূর্ণ সেমিস্টার ও একটি বিশেষ সেমিস্টারে ভাগ করা হয়েছে, তা নিম্নরুপ:

  • বসন্ত: ফেব্রুয়ারি থেকে জুলাই
  • শরৎ: সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি
  • গ্রীষ্ম (বিশেষ সেমিস্টার): জুলাই থেকে সেপ্টেম্বর

গ্রন্থাগার সুবিধা

শিক্ষার্থীদের মেধা এবং মননের বিকাশ ঘটাতে এখানে পড়াশোনার পাশাপাশি রয়েছে গ্রন্থাগার সুবিধা রয়েছে। গ্রন্থাগার দেশী-বিদেশী বই রয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্লাবসমূহ

  • গ্রিন মিডিয়া ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি বিতর্ক ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি 'ইইই' ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি 'ল' ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি বিজ্ঞান ও কম্পিউটার ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি ব্যবসা ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি ক্রীড়া ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি আলোকচিত্র ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি ভাষা ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি সংস্কৃতি ও সাইন ক্লাব
  • গ্রিন রক্তদান ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি সামাজিক বন্ধন ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি থিয়েটার ক্লাব
  • গ্রিন ইউনিভার্সিটি অনলাইন প্রফেশনাল
  • গ্রিন ইউনিভার্সিটি ইকো ওরিয়্যর ক্লাব
Remove ads

চিত্রশালা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads