শীর্ষ প্রশ্ন
সময়রেখা
চ্যাট
প্রসঙ্গ
চন্দ্রকীর্তি
ভারতীয় দার্শনিক উইকিপিডিয়া থেকে, বিনামূল্যে একটি বিশ্বকোষ
Remove ads
চন্দ্রকীর্তি (সংস্কৃত: चन्द्रकीर्ति; চীনা: 月称; জাপানী: 月称; তিব্বতি: ཟླ་བ་གྲགས་པ) একজন বিখ্যাত ভারতীয় বৌদ্ধ পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী
চন্দ্রকীর্তি দক্ষিণ ভারতের সামন্ত নামক স্থানে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।[১]
দর্শন
চন্দ্রকীর্তি বৌদ্ধ ধর্মের মধ্যমক দর্শনের বিশ্লেষণকারী প্রসঙ্গিকা গোষ্ঠীর এক বিখ্যাত দার্শনিক ছিলেন।[২] তার রচনায় তিনি ভব্যবিবেকের বিরোধিতা করে বুদ্ধপালিতকে সমর্থন করেছেন। তিনি বিজ্ঞানবাদ নামক প্রাচীন বৌদ্ধদর্শনের বিরোধী ছিলেন।[৩]
রচনা
চন্দ্রকীর্তি নাগার্জুন রচিত মূলমধ্যমককারিকা গ্রন্থের ওপর প্রসন্নপাদ এবং মধ্যমকাবতার নামক টীকাভাষ্য রচনা করেন।[৪] মধ্যমকাবতার গ্রন্থটি তিব্বতী বৌদ্ধধর্মে মধ্যমক দর্শন অধ্যয়নের প্রধান গ্রন্থ রূপে বিবেচিত।
তথ্যসূত্র
আরো পড়ুন
বহিঃসংযোগ
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads